X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রচারণায় মুখর ডাকসু, অভিযোগও অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২৩:৪০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২৩:৪৭

ডাকসু চষে বেড়াচ্ছেন এক প্রার্থী

কখনও রোদ, কখনও বৃষ্টি। এই রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। লিফলেট বিলির ফাঁকে তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। একইসঙ্গে নির্বাচিত হলে কী করবেন, সেই ফিরিস্তিও জানাচ্ছেন ভোটারদের। ভোটাররাও উৎসাহ নিয়ে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। তবে ভোটার নয় –এমন লোকজনকে নিয়ে বিভিন্ন প্রার্থীকে প্রচারণা চালাতে দেখা গেছে। এ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অনেকে।

গত ৩ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রচারণা শুরু করেন প্রার্থীরা। গত দু’দিনের মতো আজ মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল ভোটের আমেজ। কেমন ভোট হবে, ভোটাধিকার সমানভাবে প্রয়োগ করা যাবে কিনা, কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে –এ নিয়ে দিনভর আলোচনা ছিল ভোটারদের মুখে।

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। ডাকসুর আচরণবিধি ৪ এর (গ)-তে বলা আছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার বা প্রার্থী ব্যতিত অন্য কেউ কোনোভাবেই কোনও প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন না।

লিফলেট বিলিয়ে ভোট প্রার্থনা

মঙ্গলবার সকাল থেকে মধুর ক্যান্টিন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগ মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ সমর্থিত জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী গোলাম রাব্বানী। এখানে তিনি দিনভর লিফলেট বিলি করেন এবং ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন অছাত্রকেও লিফলেট বিলি করতে দেখা গেছে। একই প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রচারণা শুরু করেন দুপুর ১২টার পর। তার সঙ্গেও অছাত্রদের প্রচারণা চালাতে দেখা যায়।

তবে বহিরাগত বা অছাত্রদের নিয়ে প্রচারণা চালানো হচ্ছে না বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনও বহিরাগত বা ভোটার নয় –এমন কেউ ছিল না। প্রচারণার সময় আমার সঙ্গে থাকা সবাই বিভিন্ন হলের ভোটার।’

দিনভর প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট চেয়ে সময় কাটিয়েছেন ভিপি মো. মোস্তাফিজুর রহমান ও জিএস প্রার্থী মো. আনিসুর রহমান খন্দকার অনিক। প্রচারণা চালালেও ক্যাম্পাসে সহাবস্থান পুরোপুরি নেই বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা প্রচারণা চালাচ্ছি। কিন্তু ছাত্রলীগের প্রেসারে সহাবস্থান পুরোপুরি নিশ্চিত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় ও ডাকসু কর্তৃপক্ষের কাছে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

প্রচারণায় এক প্রার্থী

তাদের প্রচারণা চালানোর সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানসহ সিনিয়র নেতাদের ক্যাম্পাসে দেখা গেছে। এসময় প্রচারণাও চালান তারা। যদিও তাদের কারোই ছাত্রত্ব নেই।

এ প্রসঙ্গে আকরামুল হাসান বলেন, ‘আমরা প্রচারণা চালাতে আসিনি। আমরা এমনিতেই ক্যাম্পাসে এসেছিলাম।’

উল্টো ছাত্রলীগের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছে। তারা বিভিন্নভাবে সহাবস্থান বিঘ্নিত করার জন্য প্রেসার ক্রিয়েট করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন বাম জোটের প্রার্থীরাও। তারা বলছেন, জয়-পরাজয় মাথায় রেখেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফিরে পেলেই আমাদের জয় হবে।

এই প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, ‘আমরা শেষপর্যন্ত নির্বাচনে থাকবো। জয়-পরাজয় যাই হোক, আমরা চাই, ডাকসুর ভোট অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসটা জিতুক।’

এদিকে, কার্জন হল ও কলাভবন এলাকায় প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির।

সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে এক প্রার্থী

বিজয় ৭১ হল, কার্জন হল,  ব্যবসায় শিক্ষা অনুষদ, শ্যাডো, কলাভবন, গ্রন্থাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমান। তিনি বলেন, ‘আমি ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রার্থী হয়েছি। বিগত সময়ে ছাত্রদের অধিকার নিয়ে আমি আমার জায়গা থেকে কাজ করেছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে আমি আমার প্রচারণা চালাচ্ছি।’

বিভিন্ন প্রার্থীর আচরণবিধি অমান্যের অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রকাশ্যেই আচরণবিধি অমান্য করে অনেক প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। আমরা প্রশাসনকে সে বিষয়ে অবহিত করেছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি।’

এ ব্যাপারে মন্তব্য নিতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা