X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন: জিএস প্রার্থী বেনজিরের ৪১ দফা ইশতেহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:০৯

৪১ দফা ইশতেহার ঘোষণা করছেন জিএস প্রার্থী বেনজির

‘নির্ভয় ক্যাম্পাস মর্যাদার ডাকসু’ স্লোগান সামনে রেখে ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছেন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবিবা বেনজির। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেন। বেনজির বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত জিএস প্রার্থী।

মানবিক, সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও স্বায়ত্তশাসনকে গুরুত্ব দিয়ে ১ম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিটের দাবিকে প্রধান দাবি হিসেবে তুলে ধরেন বেনজির। ক্যাম্পাস ও হলে নারীর নিরাপত্তা ও তাদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির পক্ষে অটল থাকার কথাও জানান বেনজির। ‘বেনজিররা জিতলে জিতবে নারী’ , ‘স্বকীয় স্বাধীন স্বপ্নীল ক্যাম্পাস’, ‘নির্ভয় আশ্রয়ে স্মৃতিময় হল’ এবং ‘জ্ঞানে গবেষণায় গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়’ নামে চার ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করেন বেনজির।  ইশতেহার পাঠ শেষে কেন্দ্রীয় ও হল সংসদের প্রাথীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বেনজিরের ইশতেহার–

বেনজিররা জিতলে জিতবে নারী

● অনলাইন ও অফলাইনে নারী শিক্ষার্থীদের সঙ্গে যেকোনও ধরনের যৌন নিপীড়নের অভিযোগ দ্রুত গ্রহণ ও বিচারে টাস্কফোর্স গঠন।

● ভূমিকম্পসহ যেকোনও দুর্যোগে দ্রুত সাড়াদানের স্বার্থে মেয়েদের হলের কলাপসিবল গেটে তালা লাগানো স্থায়ীভাবে বন্ধ করা।

● সন্ধ্যার পর ক্যাম্পাসের নিসর্গ থেকে অনাবাসিক মেয়েরা বঞ্চিত হবে কেন? রাত ৯টা পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য বাস চালু থাকবে ও জরুরি রুটে ট্রিপ বাড়ানো হবে।

● প্রতিটি হলে ওষুধ ও স্যানিটারি উপকরণসমৃদ্ধ ফার্মেসি স্থাপন এবং রাতে ‘ইমার্জেন্সি মেডিক্যাল ট্রিটমেন্ট’র জন্য মেয়েদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা।

● হলে প্রবেশের সময়সীমা নির্ধারণে মেয়েদের হলে গণভোট গ্রহণ।

● লাইব্রেরিতে পড়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। রাত সাড়ে ৯টা থেকে গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী হলে প্রবেশের সময়সীমা পর্যন্ত প্রতি ঘণ্টায় লাইব্রেরি থেকে মেয়েদের হলে স্পেশাল বাস ট্রিপ চালু করা।

● মেয়েদের হলে ২৪ ঘণ্টা রিডিংরুম খোলা রাখা।

● মেয়েদের সব হলে নারী শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে যেকোনও সময় প্রবেশ করতে পারবে।

● প্রতিটি কমনরুমের টয়লেট আধুনিকীকরণ ও ক্যাম্পাসের জরুরি পয়েন্টে হাইজেনিক টয়লেট স্থাপন।

● নারীর নিরাপত্তা সে নিজেই। মেয়েদের হলে মার্শাল আর্ট সেন্টার স্থাপন করা।

ক্যাম্পাস হবে স্বকীয় স্বাধীন স্বপ্নীল

● ডাকসুর সংবিধানের গণতান্ত্রিক সংশোধন। উপাচার্য নন, নির্বাচিত শিক্ষার্থীই হবে ডাকসুর সভাপতি।

● রেজিস্ট্রার বিল্ডিং ও প্রশাসনিক কাজ ডিজিটালাইজড করা। ডিজিটাল আর্কাইভে প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর অ্যাকাউন্ট ও নিজস্ব ইনস্টিটিউশনাল ই-মেল আইডি বরাদ্দ করা।

● ক্যাম্পাসে যেকোনও ধরনের নিপীড়ন, নির্যাতন, মারধর, হয়রানি কিংবা ভয়-ভীতির ঘটনায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তায় বিশেষ নিরাপত্তা টিম ও ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা।

● ক্যাম্পাসের যান চলাচল যৌক্তিক নিয়ন্ত্রণ, বাইপাস রাস্তা নির্মাণ, রিকশা ভাড়ার চার্ট তৈরি নিশ্চিতকরণ।

● চাঁদাবাজি ও ছিনতাই কঠোরভাবে নির্মূল করা। মাদক বিক্রি ও সেবনের আখড়া উচ্ছেদ। সারা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

● বহিরাগতদের অবাধ আগমন যৈৗক্তিক নিয়ন্ত্রণের মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

● বিশ্ববিদ্যালয়ের কর্ম-ক্ষমতার সাধ্যের অতিরিক্ত চাপ নিরসনে অন্য কলেজের অন্তর্ভুক্তি সংক্রান্ত সমস্যার সমাধান করা।

● খেলার মাঠ ও টিএসসির বাণিজ্যিক ব্যবহার বন্ধ। দখলকৃত মাঠ পুনরুদ্ধার ও নিয়মিত সংস্কার করা।

● অপচয় ও দুর্নীতিরোধে বিশ্ববিদ্যালয়ের সব আয়-ব্যয়ের হিসাবে কঠোর জবাবদিহি নিশ্চিতকরণ।

● প্রক্টোরিয়াল টিমের পেশাদারিত্ব বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ। অযাচিত পুলিশ ফাঁড়ি উচ্ছেদ।

হল হবে নির্ভয় আশ্রয়ে স্মৃতিময়

● গেস্টরুম প্রথা চিরতরে নিষিদ্ধ করা।

● গুণরুম ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ। ১ম বর্ষেই বৈধ সিট। ‘নো ফ্লোরিং, নো সিঙ্গেল’ নীতিতে ও দুই-তলা বিছানা পদ্ধতিতে জরুরি ভিত্তিতে সমস্যা নিরসন।

● প্রতিটি হলের টয়লেট আধুনিকীকরণ এবং নিয়মিত পরিছন্নতা ও হাইজিন নিশ্চিতকরণ।

● প্রতি ফ্লোরের দেয়ালে হাউজ টিউটরের নাম ও নম্বর প্রদর্শন।

● মাসিক ক্যান্টিন মনিটরিং। প্রত্যেকের পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করা। প্রতিটি হল পাড়ায় (প্রয়োজনে প্রতি হলে) একটি খাবারের দোকান সারারাত খোলা রাখা।

● শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শারীরিক বিকাশে হলে হলে অডিটোরিয়াম, সাংস্কৃতিক ক্লাব, জিমনেশিয়াম ও সাইবার সেন্টার গঠন ও সক্রিয় করা।

● আত্মহত্যার মতো ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি হলে কাউন্সেলিং সেন্টার স্থাপন। কেন্দ্রীয় সেন্টারের কলেবর ও সক্ষমতা বৃদ্ধি।

● ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে মডেল ফার্মেসি স্থাপন ও ২৪ ঘণ্টা খোলা রাখা।

● মশা ও ছারপোকা নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ।

● ক্যাম্পাসে জীববৈচিত্র্য রক্ষা। ফলজ গাছ রোপণ। ক্যাম্পাসের পুকুরের মাছ ও গাছের ফল নিয়ে সব বাণিজ্য বন্ধ করা।

বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানে গবেষণায় গণতান্ত্রিক

● শিক্ষক-শিক্ষার্থীদের জমিদার-প্রজা সম্পর্কের অবসান। শিক্ষক মূল্যায়নে রেটিং পদ্ধতি চালু।

● সারা বিশ্বের আগ্রহী শিক্ষাবিদদের অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো।

● বিশেষজ্ঞ বোর্ডের মাধ্যমে গবেষণার বাজেট নির্ধারণ, তরুণ গবেষকদের প্রণোদনা প্রদান।

● যৌন নিপীড়ন ও প্লেজারিজমের (লেখাচুরি) অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা।

● লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রাখা, আসন পর্যাপ্ত করা, প্রতিমাসে বই-জার্নাল সংযোজন।

● অনুবাদ ও প্রকাশনা সংস্থাকে সক্রিয় ও শক্তিশালী করা।

● শিক্ষক, ক্লাসরুম, উপকরণ ও আবাসনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সক্ষমতা ছাড়া নতুন ডিপার্টমেন্ট চালুর প্রক্রিয়া বন্ধ করা।

● নষ্ট করে ফেলা আড্ডার স্থানগুলোকে পুনরায় ফিরিয়ে এনে শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চায় সহায়ক ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করা।

● আদিবাসীসহ সব জাতিগোষ্ঠী, ধর্ম ও বর্ণের শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

● মুক্ত সংস্কৃতির বিকাশে টিএসসিভিত্তিক সংগঠনগুলোকে দলীয় প্রভাবমুক্ত করে গণতান্ত্রিক ও স্বাধীন করা।

● ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবক প্লাটফর্ম ও শ্রুতিলেখক দল গঠন।

ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইশতেহার পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী