X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে আনা হতে পারে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১২:১১আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:২৭

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য আজ রবিবার (১০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হতে পারে। তার জন্য হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর রুম প্রস্তুত রাখা হয়েছে  বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।।

বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে আনা হবে।’ তবে কখনও তাকে আনা হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

বিএসএমএমইউ এর দায়িত্বশীল একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, কারাকর্তৃপক্ষের জানানোর পরিপ্রেক্ষিতে কেবিন ব্লকের ছয় তলায় ২১ ও ২২ নম্বর কেবিন দুটি খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে। তার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আগের বোর্ড এর চিকিৎসকরাই আছেন। শুধু মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. জলিল চৌধুরী অবসরে যাওয়ায়, বর্তমানে এই পদে থাকা ডা. জিলন মিয়া সরকারকে বোর্ড প্রধান করা হয়েছে। তিনি জানান, খালেদা জিয়াকে এখনও হাসপাতালে আনা হয়নি। তারা অপেক্ষায় আছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমরা শুনেছি নেত্রীকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে আনা হবে। হাসপাতালে উনার জন্য দুটি রুম প্রস্তুত রাখা হয়েছে বলেও শুনেছি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া এখনও ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠে উনি যেতে চাইলে তাকে বিএসএমএমইউ-তে নেওয়া হবে। আমাদের প্রস্তুতি আছে।’

 উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।  

/টিওয়াই/এএইচআর/জেইউ/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী