X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রচারে এএসপি ভাই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৪:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬

বাঁ থেকে দ্বিতীয় গোলাম রুহানী (টি শার্ট পরা বুকে সানগ্লাস) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। কিন্তু তার পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে তার ভাই গোলাম রুহানীর বিরুদ্ধে। গোলাম ‍রুহানী বাংলাদেশ পুলিশের ৩৬তম ব্যাচে এএসপি হিসেবে সারদায় প্রশিক্ষণে আছেন।

এএসপি গোলাম রুহানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার ভাইয়ের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসুর ভোটে তিনি প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও প্রার্থী ও ভোটারদের অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে টিএসসি, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন হলে প্রচারণা চালাতে দেখা গেছে গোলাম রাব্বানীর ভাই গোলাম রুহানীকে।

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত জি এস প্রার্থী উম্মে হাবিবা বেনজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের জিএস প্রার্থী শুরু থেকেই কোনও আচরণবিধি মানছেন না। তিনি মসজিদে গিয়ে ভোট চেয়েছেন, জগন্নাথ হলের উপাসনালয়ে প্রচারণা চালিয়েছেন। প্রভাব দেখিয়ে তারা প্রতিনিয়তই আচরণবিধি লঙ্ঘন করছেন। এখন তার এএসপি ভাই সরকারি চাকরিবিধি না মেনে প্রচারণা চালাচ্ছেন। এর বিরুদ্ধে প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

ডাকসুর জিএস প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তিনি আরও জানান, একজন এএসপি হিসেবে গোলাম রুহানী ক্যাম্পাসে এসে প্রচারণা চালানোয় ভোটার ও প্রার্থীদের মধ্যে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সারদা একাডেমি সূত্রে জানা গেছে, ৩৬তম ব্যাচের মিডটার্ম শেষ হয়েছে। গত ৮ মার্চ থেকে ছুটিতে আছেন এই ব্যাচের প্রশিক্ষণার্থীরা। আগামী ১৭ মার্চ তারা একাডেমিতে ফিরবেন।
সরকারি চাকরিজীবী হিসেবে কোনও প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো সরকারি চাকরিবিধি-বহির্ভূত বলে জানিয়েছেন সারদা পুলিশ একাডেমির একাধিক কর্মকর্তা।
সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও অফিসার শুধু আমাদের ট্রেনিংয়ে থাকা অবস্থায়ই নয়, কোনও সরকারি কর্মকর্তা কারও পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। এটা সরকারি চাকরিবিধি-বহির্ভূত। তিনি যদি ভোটার হন সেক্ষেত্রে শুধু ভোট দিতে পারবেন। কারও পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।’

অভিযোগের বিষয়ে জানতে এএসপি গোলাম রুহানীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাকায় এসেছি, কাজ করছি ডাকসু নিয়ে।’
প্রথমে ‘ডাকসু নিয়ে কাজ করছেন’ বলে স্বীকার করলেও সরকারি চাকরিবিধি লঙ্ঘনের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার পর তিনি বলেন, ‘আমি ওভাবে করছি না। ভাইকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছি। ভাইকে তো পরামর্শ দিতেই পারি।’
অভিযোগের বিষয়ে জানতে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস