X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উপাচার্যকে ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ দিলেন অনশনকারীরা

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৪:২৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৫:৫২

ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়মের প্রমাণ জমা দেন অনশনকারী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন অনশনকারী শিক্ষার্থীরা। সোমবার (১৮ মার্চ) সকালে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনে অনিয়মের প্রমাণসহ অভিযোগপত্র জমা দেন। উপাচার্য তাদের অভিযোগের প্রমাণগুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

এর আগে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে ছয় অনশনকারী শিক্ষার্থী সকাল সোয়া ১০টায় তার কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণ পর উপাচার্য তাদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় উপাচার্যের সঙ্গে কয়েকজন সহকারী প্রক্টর এবং রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

অনশনকারী ছয় শিক্ষার্থী হলেন, রাফিয়া তামান্না, আল মাহমুদ তাহা, সোহেল মাহমুদ অনন্ত, মাইন উদ্দিন আহমেদ, তাওহীদ তানজিম, রবিউল ইসলাম।

উপাচার্যের সঙ্গে দেখা করে বের হয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফিয়া তামান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযোগের প্রমাণ জমা দিয়েছি। তিনি আমাদের অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলো খতিয়ে দেখবেন। কিন্তু তার আশ্বাসে আমরা সন্তুষ্ট হতে পারিনি। কারণ, তিনি আমাদের বারবার বিগত বছরের অনুষ্ঠিত নির্বাচনের উদাহরণ টেনে বলেছেন, সেগুলোতে অনেক রক্তারক্তি হয়েছে। কিন্তু এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আমরা তাকে রোকেয়া হলের ঘটনায় যে অজ্ঞাত মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছি। তিনি শুধু আমাদের আশ্বাস দিয়েছেন।’
এ সময় মাইন উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, ২৫ হাজার ভোটার যে ভোট দিয়েছেন, তার স্বাক্ষর করা তালিকা চাই। আর ভোট গণনা করতে কেন এত সময় লাগলো তার কৈফিয়ত চাই।’
এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পুনর্নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!