X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জীবিত ভাগিনাকে ঢাকায় পাঠাইছি, এখন লাশ নিয়ে যাইতেছি’

তাসকিনা ইয়াসমিন
১৮ মার্চ ২০১৯, ১৯:১২আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:১৫

ডা. রাজন কর্মকার ‘এখন চিন্তা করছি যে, জীবিত ভাগিনাকে ঢাকাতে পাঠাইছি, আর  এখন তার লাশ গামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাইতেছি। এটা তার মাকে কিভাবে বোঝাবো। কাল রাত থেকে সেটা নিয়েই টেনশন। সোমবার (১৮ মার্চ) ডা. রাজন কর্মকারের মামা সুজন কর্মকার নিজের কষ্টের কথা এভাবেই ব্যক্ত করেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, ডা. রাজন কর্মকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রী একই প্রতিষ্ঠানের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণা রানী মজুমদার রুপা। ডা. কৃষ্ণার বাবা সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার শেষ রাতে হঠাৎ করেই মারা যান ডা. রাজন। এই মৃত্যু অস্বাভাবিক বলে সন্দেহ করছেন তার স্বজন ও চিকিৎসক বন্ধুরা।

সুজন কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাগিনার লাশ বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে তার বউ আমাদের সঙ্গে যাচ্ছে না। এখানে তো আমাদের ধর্মীয় একটা বিষয় থাকে। শাখা-সিঁদুরের বিষয়টা আছে। আমার বোন (রাজনের মা) ফোন করে বলেছে, যেন বউকে নিয়ে যাই।’

তিনি বলেন, ‘আমি তাদের (রাজনের শ্বশুরের পারিবারকে) বলেছি, আপনারা কে কে যাবেন বলেন। আমাদেরকে বিএসএমএমইউ থেকে গাড়ি দেওয়া হয়েছে। আপনারা একসঙ্গেও যেতে পারবেন। উনারা জানিয়েছে, নোয়াখালীর স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করার পর যাবে। আমি এই নিয়ে বাড়তি আর কিছু বলিনি।’

সুজন কর্মকার আরও  বলেন, ‘উনারা তো আমাদেরকে জানায়নি যে, রাজন মারা গেছে। আমার এক মামা আছেন এনআইসিভিডি’র অ্যাসোসিয়েট প্রফেসর। উনি যুক্তরাষ্ট্রে ছুটিতে গেছেন। আজ –কালের মধ্যে চলে আসবেন।  ঢাকা থেকে কেউ একজন উনাকে ফোনে রাজনের মৃত্যুর খবরটি জানিয়েছে। এরপর বাংলাদেশ সময় রাত তিনটা-চারটার দিকে মামা ফোন করে আমাকে জানান যে, রাজন আর নেই। খবরটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারি নি। ঘুমের চোখে পাঁচ-ছয় মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর ওর (রাজনের) ছোট ভাইকে উঠাইছি। তাকে বললাম, রাজনের মনে হয় ম্যাসিভ সমস্যা, ওকে হসপিটালাইজড করা হয়েছে। আমাদের আর্জেন্ট যেতে হবে। তখন চারটা ত্রিশ কী পঁয়ত্রিশ বাজে।’

তিনি বলেন, ‘আমরা লাইট অফ করে রেডি হয়েছি, যেন ওর (রাজনের) মা মানে আমার বোন বুঝতে না পারে। এরপর লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার বোন বুঝে গেছেন যে, কিছু একটা সমস্যা। তাকে বললাম— রাজন অসুস্থ হাসপাতালে ভর্তি করাতে হবে। এ কথা শুনে রাজনের মা জানান, রাত দুইটার দিকে রুপা (রাজনের স্ত্রী) তাকে ফোন দিয়েছিল। আমি তখনও বিশ্বাস করছিলাম যে, রাজন মারা যায়নি। তাকে বাঁচাতে পারবো। মানুষকে তো আইসিইউ-তে রাখে, লাইফ সাপোর্ট দেয়। কোমায় যায়। সে একজন ডাক্তার। স্কয়ার টু বাসা পাঁচ মিনিটের রাস্তা। ওখানে সে একটা ফেসিলিটিজ তো পাবে। টাকা-পয়সা তো বড় বিষয় না। কিন্তু ওটুকুও সে পায়নি। আমার মনে হয়— সে বঞ্চিত হয়েছে। সে তার রাইটস থেকে বঞ্চিত হয়েছে।’

আরও পড়ুন:
‘ডা. রাজনের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি’

বিএসএমএমইউ’র চিকিৎসকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

রাত একটা পর্যন্ত অস্ত্রোপচার করে বাড়ি ফিরেছিলেন ডা. রাজন

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী