X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি চান আন্দোলনরত শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৪:২১আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:২৫





সাংবাদিকদের ব্রিফ করছেন আন্দোলনরত শিক্ষার্থী রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২৪) নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তারা জানিয়েছেন, তাদের আট দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি শামীম আল হাসান সাংবাদিকদের ব্রিফ করে এই কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের আটদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ইতোমধ্যে আমাদের ৪-৫টি দাবির সঙ্গে মেয়র একমত হয়েছেন। আমরা চাই আমাদের বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক।’
বিইউপির এই শিক্ষার্থী বলেন, ‘আমরা যে দাবি দিয়েছি তা যৌক্তিক। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে।’
নির্দিষ্ট সময় কতদিন জানতে চাইলে শামীম আল হাসান বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোতে সময় বলে দিয়েছি। আমরা চাই এইসব দাবি সরকার মেনে নিবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল এখানে আসুক।’ এসময় তিনি আট দফা দাবি সাংবাদিকদের পড়ে শোনান।
তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন নতুন কিছু না, এর আগেও আমরা নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করেছি। তখন আমাদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়েছিল,কিন্তু কোনও কিছু বাস্তবায়ন হয়নি।আমরা এবার নিশ্চয়তা চাই।’
মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ে যাবার প্রস্তাব দিলে তা কেন গ্রহণ করেনি শিক্ষার্থীরা?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন আমাদের প্রতিনিধি দলের ৪-৫ জন মেয়রের সঙ্গে কথা বলেছেন। তবে আমরা চাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এখানে আসুক।’
এর আগে রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নামে দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে মেয়র এ ঘোষণা দেন। সোমবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে প্রগতি সরণির রোডের নর্দ্দাতে দুর্ঘটনা স্থলে যান মেয়র। এসময় বিইউপি'র অর্ধশতাধিক শিক্ষার্থী মেয়রের সঙ্গে কথা বলেন এবং লিখিতভাবে ১২ দফা দাবি পেশ করেন।

প্রসঙ্গত,মঙ্গলবার সকাল ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস চালক সিরাজুল (২৯) কে আটক করা হয়েছে।

আরও পড়ুন- নর্দ্দা এলাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

২ মাসের মধ্যে আবরারের নামে ফুটওভার ব্রিজ: মেয়র আতিকুল

/এআরআর/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই