X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জঙ্গি অর্থে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করা হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৯:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:৩২
image

নূর খান জঙ্গি বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান বলেছেন, ‘নিউ জিল্যান্ডের ঘটনায় ভিকটিম যারা হলো তারা কিন্তু একটি নির্দিষ্ট ধর্মের এবং ওই ধর্মের উপাসনালয়েই আক্রমণটি হয়েছে। যে আক্রমণ করলো সে শ্বেতাঙ্গ। যে ৭৬ পৃষ্ঠার ‘ইশতেহার’ওই হামলাকারী তৈরি করেছে সেখানেও কিন্তু ধর্মীয় বিশ্বাসের কিছু জায়গা উল্লেখ আছে। সবকিছু বিবেচনা করে এটা যে জঙ্গি আক্রমণ, তা অস্বীকার করার সুযোগ নেই। লক্ষণীয় ব্যাপার, মিডিয়া যে ভুলটি করে তা হলো, জঙ্গি মানে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করা হয়। বিভিন্ন দেশে অনেক জঙ্গি গোষ্ঠী আছে যারা একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী না।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পর্যবেক্ষণে নিউ জিল্যান্ডের সন্ত্রাসী হামলা’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

নূর খান বলেন, ‘যেকোনও ঘটনা উত্থিত হয় কথা থেকে– এটি বিবেচ্য বিষয়। খেয়াল করলে দেখা যাবে, সন্ত্রাসের উত্থান একটি নির্দিষ্ট পরিমণ্ডল থেকে হয়। এ উত্থান ঘৃণা থেকে হতে পারে, নিজের শ্রেষ্ঠত্ব থেকে হতে পারে। নিজের ধর্মীয় গোষ্ঠীকে শ্রেষ্ঠ মনে করেও সন্ত্রাসের উত্থান হতে পারে। এই বিষয়গুলো কিন্তু ঘুরেফিরে আসছে। নিউ জিল্যান্ডের ঘটনায় ওই সন্ত্রাসী তার প্রতীক হিসেবে যেটা প্রদর্শন করেছে, লেখালেখি করেছে এবং অস্ত্রের গায়ে যে লেখাগুলো ছিল, সেখানে এক ধরনের ঘৃণা আছে। শ্রেষ্ঠত্বের একটা বিবেচনা আছে। সুতরাং সেই বিবেচনার জায়গা থেকে পুরো ঘটনা যে জায়গায় আসে তা হলো– “আমি শ্রেষ্ঠ” এবং সেটা প্রমাণ করতে তাকে অবশ্যই চিন্তা করতে হয়। তারা যেভাবে চিন্তা করে সেই জায়গাকে চরমভাবে দেখতে হবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, সাবেক রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক আসিফ আহমেদ রম্য।    

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা