X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নিউ জিল্যান্ডের ঘটনাটিকে ইচ্ছেমতো বিশ্লেষণ করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৯:৫২আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:৫৫
image

মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেছেন, ‘আমি দেখছি, নিউ জিল্যান্ডের ঘটনাটিকে সবাই ইচ্ছামতো বিশ্লেষণ করছে। এখানে তথ্যের অনেক ঘাটতি আছে। বিশ্লেষণ করার জন্য যে পরিমাণ তথ্য দরকার, সেই সমস্ত তথ্য আমাদের কাছে এখনও আসেনি। এই ঘটনা সন্ত্রাসবাদ কিনা তা আমি কী দিয়ে মাপবো? আমার মাপকাঠিটা কোথায়? আমাদের বিশ্ব এমন মাপকাঠি দাঁড় করাতে সমর্থ হয়নি। স্বভাবতই মাপকাঠি না থাকলে আপনি এটাকে টেরোরিজম বলতে পারেন, হেট ক্রাইম বলতে পারেন, আরেকজন আরেকটা বলতেই পারে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পর্যবেক্ষণে নিউ জিল্যান্ডের সন্ত্রাসী হামলা’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

তিনি আরও বলেন, ‘এখানে যারা ভিকটিম হয়েছেন তারা নিরীহ, নিরস্ত্র মানুষ। কোন ধর্মের, কোন বর্ণের সেটি বিবেচ্য বিষয় না। তারা নিরস্ত্র। এই হামলার পেছনে কী মনস্তত্ত্ব কাজ করছে? আমরা সেই মনস্তত্ত্বটিকে খোঁজার চেষ্টা করছি। তার ইশতেহারে দুটি জিনিসের উপস্থিতি আমি নিশ্চিত দেখতে পাই। একটি হলো ‘জেনোফবিক’, আরেকটি হলো ইসলামোফবিক। এই দুটির অস্তিত্ব সেখানে পাওয়া গেছে।’    

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, সাবেক রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম, জঙ্গি বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান এবং বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক আসিফ আহমেদ রম্য।    

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা