X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘কয়টি ফুটওভারব্রিজ বানাবেন?’

রাফসান জানি
২১ মার্চ ২০১৯, ০২:৩০আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৭:৪৮

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ঘটনাস্থলের পাশে একটি ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আবরারের নামে এই ফুটওভারব্রিজের নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে এতে সন্তুষ্ট নন তার সহপাঠী ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। আন্দোলনের সময় রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এটি এ সমস্যার কোনও সমাধান নয় বলে মনে করেন তারা। তারা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, এভাবে কয়টি ফুটওভারব্রিজ বানাবেন?

সাইন্সল্যাবে নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থীর ফাহিম আলম বুধবার (২০ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবরার মারা গেছে, তার নামে ফুটওভারব্রিজ বানাচ্ছেন। কিন্তু, কয়টা ফুটওভারব্রিজ বানাবেন? প্রতিদিন এতো মানুষ গাড়িচাপায় মারা যাচ্ছে। তাদের সবার নামেই কি ফুটওভারব্রিজ বানাবেন? একদিন তো সারা দেশ ফুটওভারব্রিজে ভরে যাবে।’

আন্দোলনে থাকা আরেক শিক্ষার্থী এই উদ্যোগের প্রতি বিদ্রূপ করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সারা দেশে এতো মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য “বাংলাদেশ” নামে একটি ফুটওভারব্রিজ বানানো হোক।’

গত ১৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় ‘সুপ্রভাত’ নামে একটি বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, চালকের ফাঁসি-সহ আট দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। তিনি ঘটনাস্থলের পাশে আবরারের নামে একটি ফুটওভারব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

সে ঘোষণা অনুযায়ী, বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।

আবরার নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিক্রিয়ায় বিইউপির শিক্ষার্থী আবদুল্লাহ অনীক বলেন, ‘এটি কোনও সমাধান নয়। আজকে আবরার মারা গেছে, তার নামে ফুটওভারব্রিজ করে দিচ্ছেন। কাল আরেকজন মারা গেলে, তার নামে ফুটওভারব্রিজ করবেন। এভাবে কতগুলো ওভারব্রিজ নির্মাণ করবেন?  মূল সমস্যার সমাধান করতে হবে।’

একই বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী রাশেদ ইসলাম বলেন, ‘আবরারের জীবনের বিনিময়ে ফুটওভারব্রিজ। আমরা এমন ওভারব্রিজ চাই না। স্থায়ী সমাধানের ব্যবস্থা করুন।’

এদিকে,  বুধবার (২০ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বিইউপির শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন।

প্রেস ব্রিফিংয়ে মেয়র বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটে একটি ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’ শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপ্রভাত পরিবহনের সব বাস চলাচল স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জাবালে নূরের সব বাস চলাচল যেন স্থগিত করা হয় সেজন্য আমি ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ’র) চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি। তাছাড়া যাচাই-বাছাই করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঢাকা শহরের প্রয়োজনীয় সংখ্যক ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং, স্পিড বেকার, রোড সাইন ইত্যাদি স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করে তা প্রকাশ করা এবং ৩০ দিনের মধ্যে যাতে তা দৃশ্যমান হয় সেজন্য কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

 

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্স, বের হচ্ছে না পুলিশের ভয়ে
পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্স, বের হচ্ছে না পুলিশের ভয়ে
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি