X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আকিজ প্লাস্টিকসের উদ্যোগে ‘বাংলা বানান অভিযান’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৯:০০আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৪৬

বাংলা বানান অভিযানের সমাপনীতে আয়োজক ও পুরস্কৃতরা ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের উদ্দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকসের উদ্যোগে প্রথমবারের মতো হয়ে গেলো ‘বাংলা বানান অভিযান’। ঢাকার তেজগাঁওস্থ আকিজ হাউজে এক সংবাদ সম্মেলনে এর সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পথেঘাটে চলতে-ফিরতে এদিক-ওদিক বিভিন্ন সাইনবোর্ড, দেয়াল লিখন বা চিকামারা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, দিকনির্দেশক ইত্যাদির অধিকাংশ বাংলা শব্দের বানানে ভুল চোখ পড়ে। তাই বাংলা ভাষা অর্জনের আপোসহীন সংগ্রামী ইতিহাসের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আকিজ প্লাস্টিকস ভাষার শুদ্ধতা রক্ষায় এই অভিযান শুরু করে।
গত ৮ থেকে ২২ ফেব্রুয়ারি সংবাদপত্রের পাশাপাশি ফেসবুকসহ মাঠপর্যায়ে দেশের ৮টি বিভাগীয় শহরে কাজ করে ‘বাংলা বানান অভিযান’ দল। তাদের উদ্দেশ্য ছিল বাংলা বানানের সঠিক প্রয়োগের গুরুত্বের দিকে সবাইকে মনোযোগী করা। এর মধ্যে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ৮টি বিভাগীয় শহরের প্রধান ফুল বিক্রয়কেন্দ্রে উপস্থিত থেকে ক্রেতাদের পুষ্পস্তবকে ‘শ্রদ্ধাঞ্জলি’ ও নামসহ অন্যান্য প্রয়োজনীয় লেখার বানানের শুদ্ধতা নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবীরা।

বাংলা বানান দক্ষতা যাচাইয়ের জন্য ‘বাংলা বানান অভিযান’ নামে একটি ফেসবুক অ্যাপ চালু করা হয়। অনেকেই আকিজ প্লাস্টিকসের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্তদের মধ্য থেকে বাছাইকৃত প্রথম আটজন ‘আপোসহীন বাংলাভাষী’কে আকিজ প্লাস্টিকসের পক্ষ থেকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। অভিযান চলাকালে এর সঙ্গে একাত্ম হয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত জানান।

অভিযানের সব পর্যায়ের সফল পরিসমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন আকিজ প্লাস্টিকসের বিজনেস হেড চৌধুরী হাসান তারেক। সংবাদ সম্মেলনে আরও ছিলেন হেড অব ব্র্যান্ড এম. আলমগীর হোসাইন, অপারেশন ম্যানেজার মিনহাজ বিন মিজান, হেড অব করপোরেট সেলস মো. আতিকুর রহমান, ম্যানেজার অভিষেক বণিক বন্ধনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!