X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সায়েদাবাদ থেকে অস্ত্রসহ ১১ ডাকাত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:৫২আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৫৬

সায়েদাবাদ থেকে অস্ত্রসহ ১১ ডাকাত আটক

দোকান ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর সায়েদাবাদ বাস ডিপো এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ১১ ডাকাত সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা (পূর্ব) বিভাগ। বুধবার রাত ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ওয়্যার হাউজ, অঞ্চল-৫ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

আটকরা হলো- রফিকুল ইসলাম বাবু, হাফিজুর রহমান সুমন, আতিকুল ইসলাম খান আলাউদ্দিন,  মো. শফি ওরফে বাবুল, কামরুল ইসলাম, আলমগীর গাজী অরফে পাতা,  মো. আ. জালাল শেখ,  সোহেল রানা জয়, তাজরুল ইসলাম, মো. মানিক ও মো. আ. খালেক হাওলাদার অরফে কবির। তাদের বিরুদ্ধে যাত্রবাড়ী থানায় একটি মামলা দায়েল করা হয়েছে। 

এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ৫টি চাপাতি, ৩টি ছোরা, একটি শাবল, একটি তালা ভাঙার রড, একটি গ্রিল ও তালা কাটার ইলেকট্রিক মেশিন, ১০টি গ্রিল এবং তালা কাটার মেশিনে কাটার হিসেবে ব্যবহৃত আয়রন প্লেট ও চাকতি উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। 

উপপুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান- এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা ঢাকা, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী জেলায় বিভিন্ন সময় ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানে, বাসাবাড়িসহ সড়কে ডাকাতি করেছে। তারা ১৬ মার্চ কুমিল্লার দাউদকান্দি থানার একটি পাইকারি কাপড়ের দোকান ও ১৮ মার্চ মৌলভীবাজারের তাজমহল টাওয়ার মার্কেটে ডাকাতির চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে ডাকাতি করতে ব্যর্থ হয়।

তিনি আরও জানান, আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের কলকাতা, বনগাঁও, কৃষ্ণনগর ও শিলিগুড়ি এলাকার বিভিন্ন স্থানেও ডাকাতি করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরি সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, এই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ফ্ল্যাট বা বাসা ভাড়া নিয়ে সুন্দরী তরুণীদের দিয়ে বিত্তবান ব্যক্তিদের টার্গেট করে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আটক করে এবং তাদের জিম্মি করে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার ও ব্যাংক থেকে টাকা উত্তোলন করিয়ে নেয়। 

 

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া