X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ২১:০৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১২

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালিক মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সেদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সহিংসতায় নির্যাতনের কারণে পালিয়ে আসা মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার পরিচয় দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে আসা প্রায় আট লাখ রোহিঙ্গাদের জন্য দ্রুত আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু, সীমিত সম্পদের দেশ বাংলাদেশ অতিরিক্ত এই বিশাল জনগোষ্ঠীর চাপ দীর্ঘদিন বহন করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ব নেতারা এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে ভূমিকা রাখতে হবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ সহযোগিতা চান। ‘বিতাড়িত মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবায় সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের চারটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠী যখন পালিয়ে বাংলাদেশে আসে, তখন তারা ছিল আরও দুদর্শাগ্রস্থ। তাদের ওপর চালানো হয়েছিল শারীরিক নির্যাতন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এতো বিপুল সংখক মানুষের জন্য দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ সফলভাবেই মোকাবেলা করেছে। আকস্মিক এই মানবিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।’

বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন বলেন, ‘মিয়ানমারের নাগরিকদেরকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়, আবাসন ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিশাল উদারতা প্রদর্শন করেছে। এতো বিপুল সংখ্যক অতিরিক্ত মানুষের জন্য মৌলিক সেবা সহায়তা দিতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে আছে। বিশ্ব ব্যাংক থেকে শিগগিরই আরও প্রায় ৩শ মিলিয়ন ডলার সাহায্য আসবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ইউএনএফপিএ, ইউনিসেফ, আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা স্মারকে স্বাক্ষর করেন। এই স্মারক অনুযায়ী বিশ্ব ব্যাংক প্রদত্ত ৫০ মিলিয়ন ইউএস ডলার অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা কার্যক্রমে ব্যয় করা হবে। সরকারের এই কার্যক্রমে জাতিসংঘের চার সংস্থা সহযোগিতা করবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, ইউএনএফপি’র কান্ট্রি ডিরেক্টর আসা টরকেলসন, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইওএম এর প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা