X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সড়ক মন্ত্রণালয়ের দায় দেশবাসী নেবে না: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ২১:২৯আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৩০

মাহবুব উল আলম হানিফ

নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘প্রথম দফা আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক বাস্তবায়নের নির্দেশনা দিয়েছিলেন। সেগুলো কেন বাস্তবায়ন হয়নি, জানতে চাই। কোনও অজুহাত দেখতে চাই না। সড়ক মন্ত্রণালয়ের দায় দেশবাসী নেবে না।’

বৃহস্পতিবার (২১মার্চ) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

তিনি আরও বলেন, ‘আমরাও নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়কের দাবির সঙ্গে আমরা একমত।’

বিএনপি অন্যের কাঁধে ভর দিয়ে রাজনীতি করছে জানিয়ে হানিফ বলেন, ‘দলটির নেতাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, আন্দোলনেরও মুরোদ নেই। কেউ কিছু করলে সহমত প্রকাশ করে বিএনপি।’

প্রথম দফায় নিরাপদ সড়কের আন্দোলনে ভর করে সরকার পতনের জন্য বিএনপি রাস্তায় নেমেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপির নিজের কিছু করার ক্ষমতা নেই, অন্যের কাঁধে ভর দিয়ে সরকার পতনের আন্দোলন করতে চায়। বিএনপির রাজনীতি করার কোনও ইস্যু নেই। তাই তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আন্দোলন ইস্যু খুঁজে লাভ নেই।

তাঁতী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ।

 

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!