X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এক সপ্তাহে ১৮ টন জাটকা জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৭:২৬আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:২৬

জাটকা (ফাইল ছবি)

গত এক সপ্তাহে (১৬ থেকে ২২ মার্চ) সারা দেশে এক হাজার ১২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় সাড়ে ১৮ টন জাটকাসহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। এসময় ১১ কোটি টাকা মূল্যের প্রায় ৫৬ লাখ মিটার জাল আটক করা হয়েছে। এছাড়াও ১০৩টি মামলা দায়েরসহ ১০৩ জনকে জেলে পাঠানো হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে প্রায় তিন লাখ টাকা।  

শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত জাতীয় মৎস্য সংরক্ষণ সপ্তাহ-২০১৯ এর শেষ দিনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমাপনী ও মূল্যায়ন সভায় এসব তথ্য জানানো হয়।

এসময় ঢাকা মহানগরীতে জাটকাবিরোধী ১০টি অভিযান পরিচালিত হয়েছে এবং রাজধানীজুড়ে মোট ৬ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয় বলেও জানানো হয়েছে।

সভায় আরও জানানো হয়, গত বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত এই আট মাসব্যাপী নিয়মিত জাটকানিধন রোধের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসে ৫ হাজার ৫১১টি মোবাইল কোর্ট ও অভিযান চালিয়ে ২৩ কোটি ৬৬ লাখ টাকার প্রায় ৭১ টন জাটকাসহ অন্যান্য মাছ জব্দের পাশাপাশি প্রায় দেড় কোটি মিটার জাল আটক করা হয়। এসময় সাড়ে ১০ লাখ টাকা জরিমানাসহ ২২৮টি মামলায় ৭৭ জনকে কারাগারে পাঠানো হয়।  

মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যায়নসভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবল মনি বোস ও ইলিশ ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মাসুদ আরা মমি। 

মন্ত্রণালয়সহ অধীনস্থ সব দফতরের কার্যক্রমসহ কাজের মানবৃদ্ধি ও গতি বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জাটকাসহ অন্যান্য মাছের সংরক্ষণে সকল প্রকার জালের মূলোৎপাটন করতে হবে।’    

বক্তারা গরিব জেলেদের জেল-জরিমানার বদলে জাল উৎপাদক, সরবরাহকারী, দাদনদার, দালাল ও জোতদারদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। জব্দ করা জাটকা যেমন এতিমখানায় দেওয়া হয়, তেমনই আটক জাল পুড়িয়ে ফেলার বদলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ভুক্ত প্লাস্টিকপণ্য উৎপাদনকারী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে কাঁচামাল হিসেবে সরবরাহ করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!