X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিড়াল হত্যার দায়ে গ্রেফতার মেহজাবিনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ২২:৪০আপডেট : ২২ মার্চ ২০১৯, ২৩:৫৯
image

ইসরাত জাহান মেহজাবিন বিড়ালের ছানা হত্যার দায়ে মুগদা থানায় দায়ের করা মামলায় ইসরাত জাহান মেহজাবিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন। এদিন দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন দেবনাথ আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত এ আবেদন নাকচ করে জামিনের নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের (উপ-পরিদর্শক) আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে মেহজাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রাণীদের কল্যাণে কাজ করা সংগঠন কেয়ার ফর পস-এর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। ২১ মার্চ মুগদা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মার্চ রাত ১০টার দিকে জীবন্ত বিড়ালের বাচ্চাকে হত্যার ভিডিও ধারণ করেন মেহজাবিন। এরপর বাচ্চাটির মৃতদেহ পলিথিনে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলে দেন। পরদিন ১৮ মার্চ ময়লাওয়ালা তা নিয়ে যায়।

বিড়ালটিকে হত্যার ভিডিও ১৭ মার্চ ধারণ করা হলেও মেহজাবিন তা নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন ১৯ মার্চ রাত ৯টার দিকে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের ভিডিওটি রাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতার নিন্দা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিডিওটি চোখে পড়ে কেয়ার ফর পস-এর সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের। প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে নিয়ে পরিচয় ও ঠিকানা খুঁজে বের করে ২১ মার্চ দুপুরে মেহজাবিনের বাসায় যান তারা।

এ সময় মেহজাবিন বিড়ালের বাচ্চাটিকে হত্যা, ভিডিও ধারণ ও প্রকাশ করার কথা স্বীকার করেন বলে জানান জাহিদ হোসেন।

 আরও পড়ুন: বিড়াল হত্যার দায়ে তরুণীর বিরুদ্ধে মামলা

 

/আরজে/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা