X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধী ঢাবি ছাত্রকে মারধরের অভিযোগে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামকে মারধরের অভিযোগে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামকে মারধর এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে মানববন্ধন করেছেন অন্য দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। রবিবার (২৪ মার্চ) দুপুরে কলাভবনের সামনে এই মানববন্ধন করেন তারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।

এ সময় বিভিন্ন ধরনের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে এর প্রতিবাদ জানানো হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘হামলার দায় প্রশাসন এড়াতে পারে না’, ‘অবিলম্বে রবিউলের ওপর হামলার বিচার চাই’, ‘অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে’ ইত্যাদি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জন্য রবিউল যে আন্দোলন করেছিল সেটা থেকে সবাই শিক্ষা নিতে পারে। ন্যায্য দাবিতে আন্দোলন করার অধিকার সবার আছে। সে হিসেবে রবিউলও আন্দোলন করেছিল। কিন্তু এজন্য তার ওপর হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’ 

উপস্থিত বক্তারা হল প্রশাসনকে উদ্দেশ করে আরও বলেন, ‘আশা করছি, প্রশাসন খুব শিগগিরই সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে। অন্যথায় আমরা আরও কঠিন আন্দোলন করতে  বাধ্য হবো।’ 

এ ঘটনার শিকার রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অনশন করেছি এটি আমার বড় অপরাধ। ১১ মার্চ অনুষ্ঠিত আমি প্রার্থী ছিলাম। এতে নানা অনিয়ম লক্ষ করেছি বলেই অনশনে বসেছিলাম। আমাকে আক্রমণের সময় আশেপাশে কেউ ছিল না।  প্রশাসনকে আমি বারবার বলেছি। তারা কোনও পদক্ষেপ নেয়নি।’ 

প্রসঙ্গত, গত ১৯ মার্চ দুপুরে রবিউল ইসলাম রুবেল নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সূর্য সেন হলে নিজ রুম থেকে সহপাঠীর রুমে যাওয়ার পথে একজন তাকে পথরোধ করে জিজ্ঞাসা করে, সে পুনর্নির্বাচনের দাবিতে অনশন করেছে কিনা। জবাবে রবিউল হ্যাঁ সূচক উত্তর দিলে তাকে মারধর করা হয়। হামলাকারীর নাম জিজ্ঞাসা করলে না বলে পালিয়ে যায়।’ 

এর আগে ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে অনশনে বসেছিল কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে রবিউলও ছিলেন। 

 

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী