X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অহংবোধ থেকে বেরিয়ে এসে দেশকে এগিয়ে নিতে হবে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৬:২১আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৬:২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন দুদক চেয়ারম্যান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে এসে দেশেকে এগিয়ে নেওয়ার কাজে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে ‘আমিত্ত্ব’ একটি বড় সমস্যা। আমি বড়, আমিই শ্রেষ্ঠ-এই মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে প্রতিষ্ঠান এগোবে না, দেশও এগোবে না।”

মঙ্গলবার (২৬ মার্চ) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘যে যেখানে আছেন, সে সেখানে নিজেকে রাজা মনে করবেন, এটা হতে পারে না। ভুল করলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।’

শিশুদের পাঠ্যবইয়ের উদ্ধৃতি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “আমার বই’ বা ‘আমার পতাকা’ এ জাতীয় শব্দচয়ন না করে ‘আমাদের বই’ অথবা ‘আমাদের পতাকা’ লিখলে হয়তো শিশু হৃদয়ে আমিত্বের বীজ অঙ্কুরিত নাও হতে পারতো।”

ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণে আত্মনিয়োগ দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি।’

আলোচনা সভায় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, “আপনি আচরি ধর্ম, পরেরে শেখাও’ এই নীতি মেনে আমাদের অন্তর্দৃষ্টি, আচরণ ও দৃষ্টিভঙ্গি দুর্নীতির বিরুদ্ধে উচ্চকিত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক (মানিলন্ডারিং) আনম আল ফিরোজ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও উপপরিচালক মো. আবুল হোসেন। মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান এবং পরিচালক, উপপিরচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া