X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এফ আর টাওয়ারের নিচে নিরাপত্তা ছাউনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ২১:০৩আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:০৯

এফ আর টাওয়ারের নিচে তৈরি হচ্ছে নিরাপত্তা ছাউনি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফারুক রূপায়ন (এফ আর) টাওয়ারের নিচে নিরাপত্তা ছাউনি তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ভবনটির সামনে ও পেছনে দুটি নিরাপত্তা ছাউনি তৈরির কাজ চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে যাতে কাচ বা অন্য কিছু পড়ে হতাহতের ঘটনা না ঘটে সেজন্য এই নিরাপত্তা ছাউনি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা। ছাউনি তৈরি শেষ হলে সামনের ও পেছনের রাস্তা সবার জন্য খুলে দেওয়া হবে।
নিরাপত্তা ছাউনির বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ আছে। ভবনের ওপর থেকে কিছু পড়ে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে এবং তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য আমরা একটি নিরাপত্তা ছাউনি করে দিচ্ছি।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
পরে এ ঘটনায় শনিবার (৩০ মার্চ) রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এসএমএইচআই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভিরুল ইসলামকে আসামি করা হয়েছে। এর মধ্যে ভবনের জমির মালিক এসএমএইচআই ফারুক ও বর্ধিত অংশের তাসভিরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

/এআরআর/এসও/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী