X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে শারজাহতে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা

ইউএই প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:০৪

শারজাহতে রিহ্যাব মেলা উপলক্ষে আয়োজকদের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে বসবে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা। শারজা এক্সপো সেন্টারে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। উদ্বোধনী দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ও অন্যান্য দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শারজাহতে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ সভাপতি কামাল মাহমুদ, অভিনেতা তুষার খান ও আইডিয়া গ্যালারির পরিচালক জর্জ খান।

মেলার প্রস্তুতি জানিয়ে শাকিল কামাল চৌধুরী বলেন, ‘এবারের মেলায় অংশগ্রহণ করছে ৩৩টি কোম্পানি। থাকছে প্রায় অর্ধশতাধিক স্টল। মেলায় থাকবে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইনান্স। এছাড়াও মেলার কো-স্পন্সর হয়েছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, ভরসা হাউজিং লিমিটেড, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, সানমার প্রপার্টিজ লিমিটেড, সূবর্ণ ভূমি হাউজিং লিমিটেড ও বি প্রপার্টি ডটকম লিমিটেড।’

তিনি বলেন, ‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’, এই স্লোগানকে প্রতিপাদ্য করে দ্বিতীয়বারের মতো মেলার আয়োজন করা হয়েছে। আশা করছি এবার আগের চেয়েও বেশি প্রবাসীদের সহযোগিতা পাবো। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে রিহ্যাব মেলা।’

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন)। দর্শনার্থীরা মেলায় বিনামূল্যে প্রবেশ টিকেট পাবেন। এছাড়া লটারির মাধ্যমে পুরস্কার জেতারও সুযোগ রয়েছে তাদের। প্রতিদিন সন্ধ্যায় হবে সাংস্কৃতিক আয়োজন।’

রিহ্যাবের সহ সভাপতি কামাল মাহমুদ বলেন, ‘রাজধানী ঢাকাকে নান্দনিক ও পরিকল্পিত নগরায়নে রূপান্তরের পাশাপাশি আবাসন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( রিহ্যাব)। একটি পরিকল্পিত নগর নির্মাণের জন্যে সারা দেশে রিহ্যাবের ১০২৯ টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে ।’

 

/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া