X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের অর্থ আত্মসাৎকারী বোরহানকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২০

 

সুপ্রিম কোর্ট

রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া পলাতক আসামি আবু বোরহান চৌধুরীকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজি, র‌্যাবের ডিজি, ডিএমপি পুলিশ কমিশনারসহ আইন প্রয়োগকারী সব সংস্থাকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এই পলাতক আসামিকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমেও রেড অ্যালার্ট জারি করতে বলেছেন আদালত।
রবিবার (৭ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আসামি গ্রেফতারের অগ্রগতির বিষয়ে আগামী ১৫ এপ্রিলের মধ্যে হাইকোর্টকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসাম এমএস আজিম। আপিলকারী এইচএম বাহাউদ্দিনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রেজাউল ইসলাম রিয়াজ এবং তিন ব্যাংক কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওবায়দুর রহমান।
মামলার এজাহার থেকে জানা যায়, গ্রাহকের মিথ্যা ভুয়া সনদ যাচাই না করে পরস্পর যোগসাজশে বেচে দেওয়া জমি ও ফ্ল্যাট অবিক্রীত হিসেবে প্রদর্শন করে এবং বন্ধক দেখিয়ে ঋণ প্রস্তাব প্রেরণের নামে গ্রাহকদের বিতরণ করে আবু বোরহান চৌধুরী ১৫ কোটি টাকা আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন। পরে তিনি তদন্ত করে ২০১৩ সালের ২৯ আগস্ট তিন ব্যাংক কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে এবং এভারেস্ট হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম বাহাউদ্দিন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক (বর্তমানে পরিদর্শক) মো. আব্দুল কুদ্দুস খানকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৪ সালে এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১৫ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ মামলার রায় দেন। রায়ে এভারেস্ট হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় এবং অন্য আসামিকে খালাস দেওয়া হয়।
পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এভারেস্ট হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম বাহাউদ্দিন মামলা থেকে খালাস ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। গত ২৯ জানুয়ারি ওই আবেদনের শুনানির সময় ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যাংক কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আসে। এ সময় রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযোগপত্র থেকে বাদ পড়া তিন ব্যাংক কর্মকর্তাকে হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার জন্য দুই সপ্তাহের রুল জারি করা হয়। এর ধারাবাহিকতায় রবিবার ওই তিন ব্যাংক কর্মকর্তার হলফনামাসহকারে আদালতে হাজির হন।
এই তিন কর্মকর্তা হলেন রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সাবেক উপমহাব্যবস্থাপক (বর্তমানে মহাব্যবস্থাপক) এসএম আতিকুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বর্তমানে উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকার।
তিন ব্যাংক কর্মকর্তার ব্যাখ্যা শোনার পর রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া পলাতক আসামি আবু বোরহান চৌধুরীকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দেন হাইকোর্ট।




/বিআই/এইচআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক