X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় চার মাদ্রাসাছাত্রকে সন্দেহ পরিবারের

আমানুর রহমান রনি
০৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৩২

হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রী

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় চার শিক্ষার্থীকে সন্দেহ করছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। এই সন্দেহভাজনরা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিয়েছিল। সন্দেহভাজন চার মাদ্রাসাছাত্র হলো— নূরউদ্দিন, শামীম, জাভেদ ও মহিউদ্দিন শাকিল। তারা সবাই সোনাগাজী মাদ্রাসার শিক্ষার্থী।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে দগ্ধ ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলাটি তুলে নিতে মাদ্রাসার এই চার ছাত্র হুমকি দিয়ে আসছিল। এরা অধ্যক্ষের পেটোয়া বাহিনী। আমি এই চারজনের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করেছি।’
নোমান বলেন, ‘আমার বোনকে তারা হত্যার চেষ্টা করেছিল। তারা বোরকা পরে মেয়ে সেজে এই কাজ করেছে। ঘটনার পর আমার বোনও মুখোশ এবং বোরকা পরা ব্যক্তিদের কথা বলেছিল। এরাই তারা।’
ঢামেকে লাইফ সাপোর্টে থাকা ছাত্রীর এক আত্মীয় জানান, যৌন হয়রানির মামলা হওয়ার পর সোনাগাজী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কমিশনার মাকসুদ মেয়রের পক্ষে এই চার মাদ্রাসাছাত্রকে নিয়ে মানববন্ধন ও মিছিল করেছেন। মাকসুদ কমিশনার মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারকে বারবার চাপ দিচ্ছিলেন। তবে সাত নম্বর ওয়ার্ড কমিশনার শেখ মামুন অধ্যক্ষের বিচারের দাবিতে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন। এ নিয়ে দুই কমিশনারের মধ্যে গত ২৭ মার্চ হাতাহাতিও হয় বলে জানান তিনি।

ঘটনার শিকার মাদ্রাসাছাত্রীর বাবা ও কোম্পানীগঞ্জের একটি মাদ্রাসার শিক্ষক একেএম মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনার সময় কোম্পানীগঞ্জে ছিলাম। আমার মনটা ভালো লাগছিল না। সবাইকে ফোন দিচ্ছিলাম— কিন্তু ছেলেমেয়ে কেউই ফোন ধরছিল না। দুপুর একটার দিকে এই ঘটনা শুনতে পাই। পরে ফেনীতে আসি। কিন্তু ফেনীতে এসে আমরা মাকে (দগ্ধ ছাত্রী) পাইনি। তারপর ঢাকায় আসি।’

তিনি বলেন, ‘অধ্যক্ষ সিরাজের অনুসারীরা এই কাজ করেছে। আমি এর বিচার চাই।’

এদিকে, সোমবার দুপুর পৌনে ১২টায় ঢামেকের বার্ন ইউনিটে লাইফ সাপোর্ট দেওয়ার আগে ওই ছাত্রীর সঙ্গে দেখা করেন তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে বোনের সঙ্গে আমি কথা বলতে যাই। আমাকে দেখে সে বারবার চোখ খুলে তাকাচ্ছিল, আর কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট ও শরীরে যন্ত্রণার কারণে সে আমার সঙ্গে কথা বলতে পারেনি। মাত্র দুই-তিন দিন আগেও আমার বোন আমাদের সঙ্গে হেসে কথা বলতো, তার এমন যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আমাদের।’

মাহমুদুল হাসান নোমান বলেন, ‘ডাক্তাররা বলেছেন, আমার বোনের অবস্থা খুব খারাপ। সে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। আল্লাহ জানে সে আমাদের কাছে আর ফিরে আসবে কি না। বোনের এমন কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন— আমার বোনের জন্য।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ডাক্তাররা যদি মনে করেন আমার বোনকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করলে ভালো হবে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমার বোনের জন্য সেই ব্যবস্থা করেন। আমাদের এত টাকা নেই যে, বোনকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তাই প্রধানমন্ত্রীই এখন আমাদের একমাত্র ভরসা।’

এদিকে ঘটনার শিকার ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। মামলার এজাহারে অজ্ঞাত আসামিদের কথা বলা হলেও যারা যৌন হয়রানির মামলাটি তুলে নেওয়ার হুমকি দিয়েছিল, সেই হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

সন্দেহভাজন চারজনের একজন মাদ্রাসাছাত্র নূরউদ্দিন

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্দেহভাজন যে চারজনের নাম তারা হুমকিদাতা হিসেবে উল্লেখ করেছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আমরা এরই মধ্যে ৯ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় অধ্যক্ষের মুক্তির দাবিতে মিছিল করেছিল।’

সোনাগাজী মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলায় সবাই অজ্ঞাত আসামি। মামলা নম্বর ১০। তবে ঘটনার বর্ণনায় আগের যে যৌন হয়রানির মামলাটি ছিল সেটার উল্লেখ আছে। ওই মামলাটি তুলে নিতে যারা হুমকি দিয়েছিল, তাদের নাম উল্লেখ করা  হয়েছে।’

প্রসঙ্গত, গত শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ওই ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান জানান, ‘শনিবার সকালে তার বোনের আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান তিনি। তবে কেন্দ্রের প্রধান ফটকে নোমানকে আটকে দেন নিরাপত্তাকর্মী মোস্তফা। এরপর তার বোন একাই হেঁটে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় নোমান কেন্দ্র থেকে একটু দূরে চলে আসেন। এর ১৫-২০ মিনিট পরই মোবাইলে তিনি তার বোনের অগ্নিদগ্ধের খবর পান। ফের কেন্দ্রে ছুটে গিয়ে বোনকে দগ্ধ অবস্থায় দেখতে পান তিনি।

উল্লেখ্য, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা একেএম মানিকের মেয়ে। অভিযোগ আছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এর আগে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ কারণে গত ২৭ মার্চ অধ্যক্ষকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বর্তমানে ফেনী কারাগারে আছেন।

আরও পড়ুন:

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের

লাইফ সাপোর্টে ফেনীর মাদ্রাসাছাত্রী



ফেনীর সেই মাদ্রাসাছাত্রী শঙ্কামুক্ত নয়

ফেনীর সেই মাদ্রাসাছাত্রীর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমি এই ঘটনার বিচার চাই: সেই মাদ্রাসাছাত্রীর বাবা

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা: ‘অগ্নিসংযোগকারীদের পরনে ছিল বোরকা, হাতমোজা ও কালো চশমা’

পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

 

 

/এআরআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে