X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ভিটামিন সি’র বেশি প্রয়োগে ক্যানসার চিকিৎসা ব্যয় কমছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৪





বিএসএমএমইউতে সেমিনারে চিকিৎসকরা বক্তব্য রাখেন ভিটামিন ‘সি’ বেশি মাত্রায় প্রয়োগের মাধ্যমে ক্যানসার চিকিৎসার ব্যয় কমছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার। বেশি মাত্রায় ‘সি’ প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে আনা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৮ এপ্রিল) ‘এ নিউ অ্যাপ্রোচ ফর অফটিমাইজিং লো কস্ট, লো টক্সিসিটি ক্যানসার ট্রিটমেন্ট উইথ হাই ডোজ ভিটামিন সি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ভবনের পঞ্চমতলায় অনকোলজি (ক্যানসার) বিভাগের উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ডা. শহীদুল্লাহ শিকদার বলেন, ‘আধুনিক চিকিৎসা ব্যবস্থায় জটিল রোগের কার্যকরী চিকিৎসা ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় এবং ওষুধ প্রয়োগ পরবর্তী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক সেবার মতো চিকিৎসা সেবাতেও অনেক সাফল্য অর্জিত হয়েছে। অন্য রোগ চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব হলেও ক্যানসারের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে রোগী ও স্বাস্থ্য ব্যবস্থার অন্য অংশীদারদের মাঝে ক্যানসার চিকিৎসায় বেশি মাত্রায় ভিটামিন সি’র ব্যবহার বাড়ানো দরকার। ভিটামিন সি’র দামও কম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বাংলাদেশের মতো দেশে ক্যানসারের চিকিৎসায় ভিটামিন সি’ র ব্যবহার অধিকমাত্রায় কারার বিষয়টি জনপ্রিয় ও সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

ক্যানসার (অনকোলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের সভাপতিত্বে কি-নোট স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনি’র লেকচারার অ্যান্ড রিসার্চ গ্রুপ লিডার ডা. মার্টিন পি. স্টেয়ার্ট (পিএইচডি), কো স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার নর্দার্ন ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিষয়ক প্রফেসর ডা. মিল্টন হাসনাত। সেমিনারের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অনকোলজি (ক্যানসার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ এবং সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন।

 

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে