X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

চবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ০৩:১১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৭:৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ডালিয়া চাকমা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত থেকেই তিনি নিখোঁজ। তার পরিবারের দাবি,  ডালিয়া অপহরণের শিকার হয়েছে।  পুলিশের ধারণা, নিখোঁজ ডালিয়া চাকমা চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অবস্থান করছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহাদত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজের বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পর গতকাল রাত ৮টা ৪০ মিনিটে তার নম্বরে কথা হয়। ডালিয়া জানিয়েছেন তিনি চট্টগ্রামের চাঁদগাও এলাকায় আছেন।’
ডালিয়া চাকমার ননদ শাহনাজ যূথী বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল রাত সাড়ে আটটার সময় আমাদের সঙ্গে ফোনে যখন কথা হয়, তখন ভাবি জানিয়েছেন তিনি মাটিরাঙ্গা পর্যন্ত এসেছেন। কিন্তু পরে ওই ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।’
ডালিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ২০১০-১১ সেসনের শিক্ষার্থী। ঘটনার পর থেকে ডলিয়ার মোবাইল নম্বর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ রয়েছে। জানা গেছে,  মীরর নামে একটি ফেসবুক আইডি থেকে তার এক বান্ধবীকে এসএমএস পাঠান ডালিয়া। সেখানে উল্লেখ করা হয়, ‘আমি ভালো আছি। আমি উপায়হীন ছিলাম। এত মানসিক চাপ-নির্যাতন আর নিতে পারছিলাম না। তাই এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না। আমি যূথীকে আমার বর্তমান অবস্থার কথা জানিয়েছি।’  ফেসবুক বার্তায় ডালিয়া আরও জানিয়েছেন যে, তিনি নিজের ইচ্ছায় সবাইকে ছেড়ে চলে গেছেন।’
ডালিয়া চাকমার এই বান্ধবী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে তেমন একটা কথা হয় না। আজ হঠাৎ দেখলাম মীরর নামে একটি আইডি থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। যেখানে সে স্বেচ্ছায় সবাইকে ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে।’

/এমএইচ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা