X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ ভবন ভাঙতে বুলডোজার নিয়ে প্রস্তুত রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১১:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:১৯

বিজিএমইএ ভবনের সামনে প্রস্তুত রাজউকের বুলডোজার রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে বুলডোজার, ভেক্যু মেশিনারিজসহ রাজউকের একটি দল বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়। তবে ভবনটিতে থাকা একটি ব্যাংকের ভল্ট, অফিসের অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার জন্য রাজউকের পক্ষ থেকে দু’ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান।

বিজিএমইএ ভবন ভাঙার অপেক্ষায় রাজউকের যন্ত্রপাতিসহ গাড়ি

তিনি বলেন, ‘হাতিরঝিল লেকের ভেতরে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। ভবন ভাঙার জন্য আমাদের বুলডোজারসহ অন্যান্য গাড়ি এখানে প্রস্তুত রাখা হয়েছে। এই ভবনে ব্যাংকসহ অন্যান্য অফিস আছে। ব্যাংকের ভল্টে টাকাসহ অফিসের অন্য মালামাল তারা সরিয়ে নেওয়ার কাজ করছে। আমাদের কাছ থেকে তারা দুই ঘণ্টা সময় চেয়ে নিয়েছে। মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে সময় এবং সুযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি ১৫ তলা বিল্ডিং। এখানে আরও অনেক অফিস আছে। তাদের মালামাল সরিয়ে নেওয়া হলে আমরা ভাঙার কাজ শুরু করতে পারবো। শুরুতে আমরা প্রাথমিক কাজগুলো করছি।’

বিজিএমইএ ভবনের সামনে পুলিশ সদস্যদের অবস্থান

এর আগে সকাল ৯টা থেকে বিজিএমইএ ভবনের সামনে রাজউক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য অবস্থান নেন। সেই সঙ্গে ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

খন্দকার অলিউর রহমান বলেন, ‘আমরা বসে নেই, ভবন ভাঙার প্রাথমিক কাজ শুরু করেছি। ভবন থেকে সব মালামাল অপসারণের পর আমাদের কার্যক্রম শুরু হবে। এটা করতে ১০ ঘণ্টা লাগতে পারে, আবার একদিনও লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভবনটি ভাঙার জন্য আদালত ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু মাঝখানে কয়েকদিন সরকারি বন্ধ ছিল। এরপর কর্মদিবস শুরু হয়েছে, আমরাও আমাদের কাজ শুরু করেছি।’ 

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি