X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে বিশ্ব কণ্ঠদিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৯:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:২৪

বিএসএমএমইউ-এ বিশ্ব কণ্ঠ দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে  বিশ্ব কণ্ঠদিবস  উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে আজ  মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের সামনে বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জনন্স অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, বিএসএমএমইউ এর বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জনন্স অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

র‌্যালির পর এ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ল্যারিংগোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মনি লাল আইচ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শেখ হাসানুর রহমান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন  ডা. মোহাম্মদ ইদ্রিস আলী।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উচ্চ স্বরে কথা বলা থেকে বিরত থাকা, ধূমপান হতে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা, ধোঁয়ার পরিবেশ থেকে দূরে থাকা, মদ্যপান না করা, চিৎকার ও উচ্চস্বরে কথা এড়িয়ে চলার পরামর্শ দেন। এছাড়াও স্বরযন্ত্রে পানি শূন্যতা এড়াতে  দৈনিক কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার আহ্বান জানান। রাতে ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে আহার শেষ করার কথাও উল্লেখ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া