X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৫:১১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:২৫

অপরাজেয় বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নুসরাত হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য দোষী ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কঠোর সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘লোকে বলছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আপনাদের নেই। কারণ পুলিশ আপনার পক্ষে ভোট ডাকাতি করে, পুলিশ আপনার পক্ষে ভোটে সিল মারে, পুলিশ আপনার পোস্টার লাগায় আর বিরোধী দলের পোস্টার ছিঁড়ে ফেলে। এটা কোন দেশ? এই দেশের স্বাধীনতা, এই দেশের নারীর সম্ভ্রম কোনও কিছু নাই।’

বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘নুসরাত-তনু কেন হারিয়ে যাচ্ছে অমানবিক রাষ্ট্রযন্ত্রের হাতে’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পিবিআইকে নুসরাত হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআই তদন্ত করার পর ওই ঘটনার সঙ্গে ওসির প্রমাণ পেয়েছে, কিন্তু সেই ওসি কোথায়? একটা সাইবার ক্রাইম অপরাধে মামলা দিয়েছেন তাও আদালতের নির্দেশে, এটা যথেষ্ট? এই ধরনের অপরাধ যদি বিরোধী দলের নেতাকর্মী করতো তাহলে? কত বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ার দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ধর্ষণের জন্য এরকম সাজা দেওয়া হয়েছে সেটা তো দেখলাম না। মানবতার কথা বলেন, লোভ দেখিয়ে ১০ লাখ টাকার চেক দিয়ে মনে করেন বোধহয় সমস্ত দায়িত্ব সম্পূর্ণ করলাম। কিন্তু তাতে মানবতা বাঁচে না।’

মান্না আরও বলেন, ‘আপনাদের অনেকের খায়েস আছে, কেউ কেউ মানবতার মা হতে চান। কেউ কেউ আন্তর্জাতিক পুরস্কার হাসিল করতে চান। যদি করতে পারেন তাহলেও অখুশি হবো না। কিন্তু তার আগে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, ‘আমি সবার কাছে একটি অনুরোধ করি, ধরেন কোনও রাজনীতি নেই, ধরেন কোনও আওয়ামী লীগ-বিএনপি নেই, ধরেন কোনও ক্ষমতার লড়াই নেই। আমরা শুধু নারীর সম্ভ্রমের জন্য লড়াই করতে চাই। আমরা কেবলমাত্র মানুষের স্বাধীনতা ও অধিকারের জন্য লড়াই করতে চাই। নুসরাত আমাদের কাছে সাহসের বাতি। আমি বলি, নারী হোক পুরুষ হোক সবাই মিলে যদি এই অত্যাচারের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে মৃত্যুর মিছিল, ইজ্জতহানির একের পর এক মিছিল বন্ধ হবে না।’

খালেদা জিয়া পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে মান্না বলেন, ‘এক হলমার্ক কত হাজার কোটি টাকা চুরি করেছে, বাংলাদেশ ব্যাংকের লক্ষ-কোটি ডলার চুরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর তিন তিনবারের প্রধানমন্ত্রী, এই সময় সবচাইতে জনপ্রিয় নেত্রী মাত্র দুই কোটি টাকার মামলায় প্রথমে পাঁচ বছর, পরে ১০ বছরের সাজা ভোগ করছেন। পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। আপনাদের মানবতাই যদি থাকবে, তাহলে মানবতার কথা বিবেচনা করে তার জামিন পাওয়া আইনসিদ্ধ ছিল, কিন্তু জামিন দেননি। বিএনপির কত হাজার নেতাকর্মী কারাগারে আছেন সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। একটাই কাজ করেছেন, যেমন করেই হোক ক্ষমতা বজায় রাখতে হবে।’

মানববন্ধনে অপরাজেয় বাংলাদেশের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়