X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হলি আর্টিজান হামলা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৮:১০আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:৩৯




হলি আর্টিজান রেস্টুরেন্ট রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (১৭ এপ্রিল) এ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান পরবর্তী দিন ২৪ এপ্রিল ধার্য করেন।
এ নিয়ে মামলার ৩১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল।
বুধবার সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন মমতাজ পারভীন, রীনা সুলতানা ও আনোয়ারুল আজিম।
এদিন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদসহ আরও অনেকে সাক্ষীদের জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতেই অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা অভিযানে (অপারেশন থান্ডারবোল্ট) পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।
গত বছরের ২৩ জুলাই পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। ভয়াবহ এ হামলায় ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও পাঁচজন হামলার দিন ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয় আটজন। বাকি জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে আছে।
তারা হলো রাকিবুল হাসান রিগ্যান, রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা।
পলাতক দুই আসামি হলো শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়