X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১২:২৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:৩০

 

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন বেআইনিভাবে বন্ধ ঘোষিত মোভিভো অ্যাপারেলস লিমিটেড খুলে দেওয়া এবং বকেয়া বেতন-ভাতা ও আইনগত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, বাইপাইলের আশুলিয়া থানায় অবস্থিত মোভিভো অ্যাপারেলস লিমিটেড কারখানায় প্রায় ৫৫০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কারখানাটির মালিক শ্রমিকদের সঙ্গে কোনও আলোচনা এবং কোনও নোটিশ না দিয়ে গত ১৭ এপ্রিল কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এরপর আর শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও সমাধান পায়নি।

তিনি আরো বলেন, কারখানার মালিক শ্রমিকদের দৈনিক হাজিরা কার্ড এ তাদের হাজিরা না দিয়ে জোরপূর্বক পরিচয় পত্র রেখে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে।

কারখানাটির শ্রমিক জুলেখা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, কারখানাটি গত কয়েক মাস ধরে বেতন পরিশোধ করছে না। গত মার্চ মাসের বেতন আমাদের অর্ধেক করে দেওয়া হয়েছে এবং বাকি বেতন এ মাসেই দিবে জানিয়েছে। পরে ১৭ তারিখে সকালে গিয়ে দেখি কারখানায় বন্ধ। এরপর আর ওই কারখানার কোনও কর্তৃপক্ষের খোঁজ পাইনি।

মানববন্ধন থেকে শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, নারী শ্রমিকদের মেটারনিটি ছুটির টাকা পরিশোধ, অর্জিত ছুটির টাকা পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৬ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানান।

মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তারসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না