X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন খাতে ২৩টি গবেষণা পেপারকে পুরস্কার দিলো ইউনাইটেড গ্রুপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১১:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১১:৪০

ইউআইইউতে দেওয়া হলো ইউনাইটেড গ্রুপ পেপার অ্যাওয়ার্ড ২০১৯ ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার প্রদান করা হলো দ্বিতীয়বারের মতো। এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ও জীববিজ্ঞান আর কৃষিবিজ্ঞান খাতে নির্বাচিত ২৩টি গবেষণা পেপারকে ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার দেওয়া হয়। প্রতি রিসার্চ পেপারের জন্য ১ লাখ টাকা ও একটি সনদপত্র দিয়েছে আয়োজকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার (১৭ এপ্রিল) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ। তিনি প্রায়োগিক গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন যা দেশের উৎপাদন খাত, প্রযুক্তি, অর্থনীতি ও সমাজের উন্নয়নে অবদান রাখবে। তার কথায়, ‘ইউনাইটেড গ্রুপ একটি গবেষণা বান্ধব প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেখানে সম্ভাবনাময় গবেষকরা নিজেদের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব ধরনের সহায়তা লাভ করবেন। ইউনাইটেড গ্রুপ দেশের গবেষণা খাতে পৃষ্ঠপোষকতার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা প্রদান ও তা অব্যাহত রাখার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘উচ্চশিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো গবেষণা। এর মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখে। বিশ্বায়নের এই যুগে বিশ্বসমাজে বাংলাদেশকে সম্মানজনক আসনে অধিষ্ঠিত করতে উচ্চমানের জ্ঞানচর্চা, গবেষণা ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই বলেও জানান তারা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার মূল্যায়ন কমিটির চেয়ারম্যান, সাবেক ইউজিসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহিবুর রহমান, ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। এছাড়া ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা, ইউনাইটেড গ্রুপের পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা