X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা দিলো দি লাইব্রেরিয়ান টাইমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৪:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৪৮

টিএলটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও অন্যরা গ্রন্থাগার আর তথ্য পেশাদারদের জন্য সাপ্তাহিক নিউজ বুলেটিন দি লাইব্রেরিয়ান টাইমসের দুই বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা দিলো প্রতিষ্ঠানটি। পাশাপাশি সম্মাননা পেয়েছেন লাইব্রেরি পেশাজীবীরা। শনিবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা গ্রন্থাগার পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

প্রধান অতিথির বক্তব্যে গ্রন্থাগারিকদের বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রকৃত আত্ম-উন্নয়নে বই পড়ার অভ্যাস গড়ে তুলে একটি জ্ঞান-ভিত্তিক সমাজ তৈরির জন্য গ্রন্থাগারিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে টিএলটি এক্সিলেন্স স্টুডেন্ট অ্যাওয়ার্ড, ইয়াং এক্সিলেন্স ইনোভেশন অ্যাওয়ার্ডস, এক্সিলেন্স একাডেমিক লাইব্রেরি অ্যাওয়ার্ড, একাডেমিক লাইব্রেরিয়ান অব ইয়ার অ্যাওয়ার্ড, এক্সিলেন্স মেডিক্যাল লাইব্রেরিয়ান অ্যাওয়ার্ড বিভাগে পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা জানায়, গ্রন্থাগার পেশাজীবী আর বর্তমান লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান ব্যবস্থাপনা (আইএসএলএম) শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই আয়োজন। এতে সহযোগী ছিল সেন্টার ফর ওপেন নলেজ।

এর আগে টিএলটি পুরস্কারের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়। তারা হলেন আইসিডিডিআরবি’র সিনিয়র ম্যানেজার (লাইব্রেরি ও ইনফরমেশন সার্ভিস সাপোর্ট সার্ভিসেস) ড. মো. নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কাজী মোস্তাক গাউসুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালিদ আলম, বাংলাদেশ শিশু একাডেমীর চিফ লাইব্রেরিয়ান রাজীব আক্তার ও মিনহাজ উদ্দিন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাইব্রেরিস আনলিমিটেড ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর কার্স্টি ক্রাউফোর্ড, চট্টগ্রাম মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) বিজয় বশাক।

সম্মাননা প্রদানের পর দ্বিতীয় পর্বে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিতুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান (আইএসএলএম) দিলিরা বেগম, আইসিডিডিআরবি’র লাইব্রেরি ও তথ্য সেবা বিভাগের সিনিয়র ম্যানেজার ড. মো. নাজিম উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও মহাসচিব (ল্যাব) ড. মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শসাংক কুমার সিংহ, সেন্টার ফর ওপেন নলেজের সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও সহ-সভাপতি ড. সুস্মিতা দাস। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন দি লাইব্রেরিয়ান টাইমসের সম্পাদক প্রদীপ রায়।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি