X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:০৫

 

আরিফ আহমেদ ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। তার নাম আরিফ আহমেদ (২৬)। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রি মহল জনমানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কুচক্রি মহলকে দমন করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। ভাটারার ৬৮ নম্বর বাসার ৫ম তলার একটি অফিস থেকে আরিফকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, একটি ম্যাজিক মাউস, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপের ব্যাগ উদ্ধার করা হয়।

আরিফ ইউটিউব চ্যানেল ‘AM Update News’ র এডমিন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুলাতলা গ্রামের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে ভাটারা থানার নুরেরচালার পুরবী প্রাঙ্গন এলাকায় বসবাস করেন।

২০১৭ সালে বিএসসি ইন সিএসই সম্পন্ন করেন আরিফ।  ২০১৪ সাল থেকেই ফ্রিল্যান্সার হিসেবে ভিডিও এডিটিং এবং ইউটিউবে আপলোড করার কাজ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের পর সেগুলো এডিট করে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য জুড়ে দিয়ে ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করতো। বিভ্রান্তিমূলক এসব গুজবকে বিশ্বাসযোগ্য করে তুলতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত খবরের অংশ বিশেষ ব্যবহার করতো।

আরিফ আরও জানান, তার ইউটিউব চ্যানেলটি প্রায় দুই বছর ধরে পরিচালনা করছিলেন।

আরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া।

 

/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা