X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ০৬:৪৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১০:১৮

অভিযানে র‌্যাব-২

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলায় মেট্রো হাউজিংয়ের একটি টিনশেড বাসায় জঙ্গি রয়েছে সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। রবিবার (২৮ এপ্রিল) মধ্যরাতে বাসাটি ঘেরাওয়ের পর আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইতোমধ্যে স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছানোর পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ এবং সকাল পৌনে ৮টায় র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানিয়েছেন।

র‌্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব

ভেতরে একাধিক ব্যক্তি রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে রাতে আমাদের পেট্রোল টিম যায়। সেসময় বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি।’

তিনি আরও জানান, ভোররাতে বাসার ভেতরে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। কিছু সময় পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে আমরা নিশ্চিত নই। র‌্যাবের স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছালে পরবর্তী কার্যক্রম শুরু হবে।’

র‌্যাব আরও জানায়, ঘেরাও করে রাখা বাড়িটি একটি মসজিদের পাশে। বাড়ির কেয়ারটেকার ও মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

/এনএল/ আরজে/ এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলজিইডি’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
এলজিইডি’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
আসামি পলাতক, নামের মিল থাকায় জেল খাটলেন কলেজছাত্র!
আসামি পলাতক, নামের মিল থাকায় জেল খাটলেন কলেজছাত্র!
শ্রম আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে
শ্রম আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে
হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নেওয়া যাবে না
এন্ট্রি করতে হবে হজ ফ্লাইট ডাটাহজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নেওয়া যাবে না
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার