X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আট জেলায় দুদকের ৯ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২২:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:২৬




দুদক চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, জয়পুরহাট, হবিগঞ্জ ও বরিশালসহ আট জেলায় পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৮ ও ২৯ এপ্রিল দুদক এনফোর্সমেন্ট টিম ও সমন্বিত জেলা কার্যালয় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।



দুর্নীতি, অনিয়মের অভিযোগে রবিবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ ও এজি অফিসে চালায় দুদক এনফোর্সমেন্ট টিম। নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। বিআরটিএ কার্যালয়ে অভিযানের সময় দফতর প্রধান সহকারী পরিচালক ছিলেন না। তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন বলে দুদক টিমকে জানান কর্মচারীরা। বিআরটিএ কার্যালয়ে তদবির বাণিজ্যের জন্য পরিবহন সমিতির সদস্য মাহমুদুল ইসলামের উপস্থিতি দেখতে পায় দুদক টিম। এসময় দুর্নীতি, অনিয়মের সঙ্গে মোটরযান পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও মেকানিক্যাল অ্যাসিসটেন্ট মো. আশরাফুল ইসলামের জড়িত থাকার তথ্যও মেলে।

দুদক এনফোর্সমেন্ট টিমের অপর অভিযানটি হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা এজি অফিসে। বিল প্রদানে কমিশন নেওয়ার অভিযোগে অভিযান চলে সেখানে। এজি অফিসে কর্মরত দুই অডিটর ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করে বলে সরেজমিন তথ্য পায় দুদক টিম।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সদর থেকে শ্যামারচর রোড সংস্কারের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে অভিযান চালায় দুদক টিম। দলের সদস্যরা শ্যামারচর রোড পরিদর্শন করেন। দিরাই থানা সদর থেকে শ্যামারচর বাজার পর্যন্ত গ্রামীণ সড়কের বিভিন্ন অংশের রাস্তার ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

দুর্নীতি, অনিয়মের অভিযোগে সোমবার জয়পুরহাট সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক এনফোর্সমেন্ট টিম। অভিযানের সময় সেবাপ্রার্থীরা সরাসরি অভিযোগ জানান।

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভুলকোট-নন্দনপুর সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের অনুসন্ধান টিম। অনুসন্ধানে দুদক টিম রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ হওয়ার তথ্যও পেয়েছে।

এদিকে, হটলাইন-১০৬ এ অভিযোগ পেয়ে বরিশালের বানারীপাড়ায় অভিযান চালায় দুদক। সরকারি জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করে দুদক টিম।

ঝালকাঠির নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষার্থীদের পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক টিম।

এছাড়া শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৬নং ওমর মসজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বাচ্চাদের পুষ্টিকার্ড দেওয়ার সময় ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতেও অভিযান চালায় দুদক।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!