X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তেজগাঁও থেকে আইটি বিশেষজ্ঞকে অপহরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১২:১৯আপডেট : ০৩ মে ২০১৯, ১২:২৯

আতাউর রহমান শাহীন রাজধানীর তেজগাঁও থেকে আতাউর রহমান শাহীন (৩৮) নামে একজন আইটি বিশেষজ্ঞ অপহৃত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউজ অফিসের সামনের ফুটপাত থেকে তাকে তিন ব্যক্তি ধরে জোড় করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। নিখোঁজ আইটি বিশেষজ্ঞর সন্ধানে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার স্বজনরা অভিযোগ করেছেন। থানা পুলিশ স্পটে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী  হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। আমরা তদন্ত করছি।’

অপহৃত আইটি বিশেষজ্ঞ শাহীনের ভায়েরা (স্ত্রীর বোনের স্বামী) মো. মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহীন বেঙ্গল গ্লাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তিনি কখনও কখনও বাইরের অফিসে কাজ করতে যান। বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চলের আকিজ হাউজে কাজ করতে যান। সেখান থেকে তিনি এবং তার এক সহকর্মী রাত ৭ টা ২২ মিনিটে একসঙ্গে বের হন। তারা ফুটপাতে দাঁড়িয়ে পাঠাও অ্যাপসে রিকোয়েস্ট দেন। দুজনে আলাদা রিকোয়েস্ট দেন। ফারুকের রাইডার আগে চলে আসলে তিনি চলে যান। তখন শাহীন ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহীন ফুটপাতে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এসময় তিনজন লোক এসে তার পেছনে দাঁড়ায়, আর মাইক্রোবাসটি আস্তে আস্তে তার সামনে চলে আসে। তখনও মোবাইল দেখছিলেন শাহীন। তিনি কিছু খেয়াল করেননি। মাইক্রোবাসটির ভেতর থেকে একজন দরজা খোলে এবং শাহীনের পেছনে দাঁড়ানো তিন লোক তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘মাইক্রোবাসটি ৭ টা ২২ মিনিট থেকে আকিজ হাউজের সামনে অপেক্ষা করছিল। শাহীনকে মাইক্রোবাসে তুলে তারা চলে যায়। এরপর থেকে শাহীনের মোবাইল ফোন বন্ধ।’

তেজগাঁও শিল্পঞ্চল থানার ডিউটি অফিসার মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর আকিজ হাউজের সামনে থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা কাজ করছেন।’

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ