বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'দপ্তরী কাম প্রহরী' পদটি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতি। রবিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সমিতির সভাপতি মামুন সরদার।
তিনি বলেন, ‘আমাদের ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। কোনও ছুটি নেই। এমনকি অনেক সময় সাপ্তাহিক ছুটিও পাওয়া যায় না। এরই মধ্যে বহু দপ্তরী কাম প্রহরীদের চাকরির বয়স চলে গেছে। অনেকের মৃত্যু হয়েছে। এদের পরিবার-পরিজন আজ বহু কষ্টে দুর্বিসহ দিন কাটাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘দপ্তরী কাম প্রহরী’ পদটি সরাসরি জাতীয়করণে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরসমূহকে প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন বলে আমরা আশা করছি। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সুবর্ণ সুযোগ পাই, সে ব্যবস্থা আপনি করবেন।’
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, দফতর সম্পাদক মো. ইউনুছ আলীসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।