X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উত্তরবঙ্গগামী বাসে ৩ জুনের অগ্রিম টিকিট শেষ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৮ মে ২০১৯, ১৭:২১

কল্যাণপুরের শ্যামলী বাসের টিকিট কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট বিক্রি চলছে

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৭ মে) সকাল থেকে। তার পরদিন শনিবার বিভিন্ন কাউন্টার ঘুরে অনেক ক্রেতাই উত্তরবঙ্গের ৩ জুনের টিকিট পাচ্ছেন না। এতে হতাশা ব্যক্ত করছেন অনেকেই। বাস কাউন্টারের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, উত্তরবঙ্গের টিকিটের চাপ সবসময় বেশি।

শনিবার রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন কাউন্টার ঘুরে জানা যায়, উত্তরবঙ্গের প্রায় সব জেলার ৩ তারিখের টিকিট সব বিক্রি হয়ে গেছে। কিছু কিছু কাউন্টারে ২ এবং ৪ তারিখের টিকিট অল্প সংখ্যক অবিক্রীত রয়েছে। সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধারণা করছেন বাস কাউন্টারের দায়িত্বরত কর্মকর্তারা।

কল্যাণপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে অল্পসংখ্যক টিকিটপ্রত্যাশীদের ভিড় দেখা যায়। তাদের বেশিরভাগেরই টিকিটের চাহিদা ৩ তারিখের। কিন্তু টিকিট না থাকায় ফিরে যেতে হচ্ছে তাদের। আবার কেউ কেউ ২ অথবা ৪ তারিখের টিকিট কাটছেন নিরুপায় হয়ে। এতে অনেকের মধ্যেই হতাশা দেখা যায়। রংপুরের টিকিট নিতে আসা আকরাম জানান, ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন। তার দুই দিন আগে বাড়ি যেতে পারবো, কারণ ৪ তারিখ থেকে সরকারি ছুটি শুরু হবে। কিন্তু টিকিট নিতে এসে দেখি ওইদিনের টিকিট সব শেষ। অন্য কাউন্টারে গিয়ে দেখি পাই কিনা, না হলে পরের দিন অথবা আগের দিনের টিকিট কাটতে হবে।

রাজধানীর কাউন্টারগুলোতে চলছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি

অন্যদিকে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমন ৪ তারিখ থেকে ছুটি শুরু হওয়ায় ৩ তারিখ রাতে নিজ বাড়ি নওগাঁ যেতে চান। কিন্তু ৩ তারিখের টিকিট পাচ্ছেন না।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ৪ তারিখ থেকে ছুটি শুরু, তাই ৩ তারিখ রাতে অথবা যে কোনও সময় যেতে চাচ্ছিলাম। কিন্তু কোথাও টিকিট পাচ্ছি না। ৩ তারিখেই যেতে হবে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তায় ঈদের সময় প্রচুর চাপ থাকে। তাই একদিন আগেই রওনা হওয়া নিরাপদ।

২০১৯ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে। সেই হিসেবে ৫ জুন ঈদ। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাই এই কারণে ৩ তারিখের টিকিটের চাহিদা বেশি বলে মনে করছেন বাস কোম্পানির কর্মকর্তারা।

কল্যাণপুরের শ্যামলী কাউন্টারের টিকিট কর্মকর্তা আসাদুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ৩০ মে আর ৩ জুন এই দুই দিনের জন্য টিকিটের চাপ বেশি। আমাদের ৩০ ও ৩ তারিখের টিকিট শেষ। ২ ও ৪ তারিখের টিকিট বিক্রিও শেষের পথে। গতকাল যাত্রীদের অনেক ভিড় ছিল, আজকে কম। কারণ যা বিক্রি হওয়ার গতকালই বিক্রি হয়ে গেছে।

এসআর ট্রাভেলসের কর্মকর্তারা জানান, ৩ তারিখের টিকিট শেষ। এখন ২ ও ৪ তারিখের টিকিটও প্রায় শেষের পথে।

গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে বড় কাগজে লিখে রাখা হয়েছে ৩ ও ৪ তারিখের কোনও টিকিট নেই। ওই কাউন্টারের কর্মকর্তা মনির বলেন, আজকে চাপ কম। যা বিক্রি হওয়ার গতকালই বিক্রি হয়ে গেছে।    

রাজধানীর কাউন্টারগুলোতে ঈদের টিকিট বিক্রি শেষ পর্যায়ে

এর আগে গত ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩০ মে থেকে অগ্রিম টিকিটের বাসগুলো নির্ধারিত গন্তব্যে যাত্রা শুরু করবে। প্রতিটি গাড়ির দুটি টিকিট হাতে রেখে বাকি সব টিকিট বিক্রি করে দেওয়া হবে।

 

/এসও/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট