X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিয়োগবিধিতে ফিডারদের ৩০ শতাংশ পদোন্নতির দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মে ২০১৯, ২১:৪৯আপডেট : ১৮ মে ২০১৯, ২১:৫৪





নিয়োগবিধিতে ফিডারদের ৩০ শতাংশ পদোন্নতির দাবি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় (২০১৯) পদোন্নতির সুযোগ ৩০ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমি মাঠ প্রশাসন সরকারি কর্মচারী পদোন্নতি বাস্তবায়ন ঐক্য পরিষদ।
শনিবার (১৮ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভূমি মাঠ প্রশাসন সরকারি কর্মচারী পদোন্নতি বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতারা বলেন, মাঠপর্যায়ে রাজস্ব প্রশাসনের সব জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন, প্রসেস সার্ভার, চেইনম্যানসহ বিভিন্ন পদে সাড়ে ১২ হাজার কর্মচারী কাজ করছে। ২০০১ সালে নিয়োগবিধিতে উল্লিখিত পদে ২০ শতাংশ পদোন্নতির ব্যবস্থা রাখা হয়। কিন্তু এ প্রস্তাব নিয়োগবিধি-২০১৯-এ অন্তর্ভুক্ত করা হয়নি। সেখানে ১০০ শতাংশ সরাসরি নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়ে ফিডার পদধারীদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।
তারা আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালায় (২০১৯) আশানুরূপ ফিডার পদধারীতে পদোন্নতির বিধান না রেখে ১০০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
তারা দাবি জানিয়ে বলেন, সব মন্ত্রণালয় দফতর ও অধিদফতরে ফিডার পদে ২০ থেকে ৫০ শতাংশ পদোন্নতির বিধান আছে। তাদের মতো ভূমি মন্ত্রণালয়ে ফিডার পদধারীতে ৩০ শতাংশ পদোন্নতির বিধান রেখে একটি স্বয়ংসম্পূর্ণ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা (২০১৯) প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হোক।
বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতোমধ্যে স্বারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া এ-সংক্রান্ত ৬টি রিট দায়ের করা হয়েছে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আবু সায়েম ও মহব্বত হোসেনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তারা একটি মানববন্ধন করে প্রেসক্লাবের সামনে।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!