X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবরার হত্যা মামলার অধিকতর তদন্ত ২৭ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১২:৪৬আপডেট : ২১ মে ২০১৯, ১২:৪৬

 

আবরার আহমেদ চৌধুরী (ফাইল ফটো) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) শিক্ষার্থী আবরার চৌধুরীকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২১ মে) মামলাটি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (উপ-পরিদর্শক) শেখ রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম সুপ্রভাত বাসের মালিকসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

এর একটিতে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহতের ঘটনায় বাসচালক সিরাজুল ইসলাম ও মালিক ননী গোপাল সরকারসহ চারজনকে অভিযুক্ত করে দণ্ডবিধির ২৭৯/৩৩৮-ক/১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

অপরটিতে, যমুনা ফিউচার পার্কের কাছে নর্দ্দার আইকন টাওয়ায় সামনে বিইউপি'র শিক্ষার্থী আবরার চৌধুরীকে চাপা দিয়ে নিহতের ঘটনায় বাস মালিক ননী গোপাল সরকার ও কন্ডাক্টর ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯/৩০৪/১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রসঙ্গত, ১৯ মার্চ ভোর ৫টা ৪৫ মিনিটে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে সুপ্রভাত বাসটি ছেড়ে আসে। তখন চালক ছিলেন সিরাজুল ইসলাম। বাসটি গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকা অতিক্রম করার সময় শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তখন পরিবহনের যাত্রীরা চালক সিরাজুলকে ট্রাফিক পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থলের কিছু দূরে বাসটি রাখা হয়। এসময় কন্ডাক্টর ইয়াসিন আরাফাত বাসের মালিকের কাছে ফোন দিয়ে জানায়, বাসটি এখানে থাকলে জনগণ পোড়াতে বা ভাঙচুর করতে পারে। তখন মালিক আরাফাতকে দ্রুত বাসটি সেখান থেকে নিয়ে সরে পড়তে বলেন।
এরপর চালকের আসনে বসে কন্ডাক্টর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে বাসটি বিইউপি’র ছাত্র আবরারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ আট দফা দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!