X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভাবমূর্তির ঘাটতির কারণে সক্ষমতার জায়গায় আমরা দুর্বল: রুবানা হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ০৪:০১আপডেট : ২২ মে ২০১৯, ০৪:০৫

শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই- শীর্ষক গোলটেবিল আলোচনা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ -এর সভাপতি রুবানা হক বলেছেন, ‘সক্ষমতার জায়গায় আমরা দুর্বল হয়ে গেছি। কারণ আমাদের ভাবমূর্তির ঘাটতি আছে। এই জায়গায় আপনাদের সকলের কাছে অনুরোধ করি- দয়া করে বিদেশে চিঠি লিখবেন না। আমাদের চিঠি লিখে জানান। আমরা জানার আগে বহু খবর বিদেশিরা জানে। দয়া করে এই কাজটি আপনারা করবেন না। একসঙ্গে আমাদের থাকতে হবে।’
মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দাম্ভিক অবস্থানে যাই বলেই বহু কিছু করতে পারি না। সরকার আমাদের নির্বাচিত প্রতিনিধি, আমরাই সরকার। প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়েছেন কিন্তু আমরা দিতে পারছি না। আমরা নিজেদের মধ্যেই বিচ্ছিন্নভাবে অবস্থান করছি। ক্ষুদ্র-ক্ষুদ্রভাবে ভালো কাজগুলোকে একসুতোয় আনতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।’
রুবানা হক বলেন, শ্রমিকদের সন্তানদের জন্য ফ্যাক্টরি এলাকায় স্কুল করা খুবই জরুরি। আপনারা সে বিষয়ে উদ্যোগী হন। এক্ষেত্রে সরকারের সহযোগিতাও প্রয়োজন। শ্রমিকের মানসিক অবস্থার দিকে নজর দিতে হবে মালিকপক্ষকেই। কারণ তারা শুধুমাত্র পেটের ক্ষুধার কারণে রাস্তায় নামে।
তিনি বলেন, ‘আপনারা বিদেশে চিঠি যদি দিয়েই থাকেন তবে দেশের ভালো কিছু লিখে চিঠি দেন। উনারা (বিদেশিরা) কিভাবে বড় বড় কথা বলে প্রতিনিয়ত আমাদের কম দাম দেন এবং নিয়মিত দিয়েই যাচ্ছেন। আপনারা ভালো কিছু লিখলে উনারা দাম কম দিতে পারবে না। যদি কেউ আপনাদের বিরুদ্ধে অন্যায়-অত্যাচার করে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিজিএমইএ-এর সভাপতি, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যাতে আপনাদের বিরুদ্ধে কেউ অসদাচরণ না করতে পারে। বিদেশে যদি কিছু লিখতে হয় তবে অবশ্যই দেশের প্রশংসা করে চিঠি লিখবেন।’
বাজেট নিয়ে তিনি বলেন, শুধুমাত্র বাজেটের আগে বললে বাজেটে অন্তর্ভুক্ত হবে তা নয়, এরপরও কাজ করা যায়। আমি আপনাদের কথা দিচ্ছি আগামী বাজেটের আগে যদি আমি বেঁচে থাকি, যদি আগামী বছরের বাজেটে আমার প্রস্তাব দেওয়ার সুযোগ থাকে তাহলে আমি আপনাদের সঙ্গে বসে আলোচনা করে বাজেট দেবো।
আলোচনা সভায় প্রবীণ শ্রমিক নেতা মঞ্জুরুল হাসান খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার মো. গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা