X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইন্দিরা রোডের জলাবদ্ধতা নিরসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ০৬:৩৭আপডেট : ২৩ মে ২০১৯, ১০:৩৩

ইন্দিরা রোডের জলাবদ্ধতা নিরসনে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ২৭ নম্বর ওয়ার্ডে ইন্দিরা রোড থেকে পশ্চিম রাজাবাজার রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের তরুণ রাজনৈতিক নেতারা। মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, ইন্দিরা রোড ও পশ্চিম রাজাবাজার এলাকায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানি রাস্তায় জমে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মসজিদগামী মুসল্লিসহ এলাকাবাসী। স্যুয়ারেজের ময়লা পানি উপচে বাসাবাড়ির রিজার্ভ ট্যাংকে প্রবেশ করায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে।

তারা আরও বলেন, ২৭ নম্বর ওয়ার্ড গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে স্কয়ার হাসপাতাল, রাজধানী স্কুল, তেজগাঁও কলেজ ছাত্রাবাস, বিকল্প ল কলেজ, পশ্চিম রাজাবাজার জামে মসজিদ ও তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদ অবস্থিত। এর আগে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তারা গণস্বাক্ষর গ্রহণ করেন। সেখানে ৩০০ জন স্বাক্ষর করেন। পরে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটির মেয়র, ঢাকা উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পরিবেশ অধিদফতর বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শারমিন আক্তার ময়না, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা ইসলাম বিনু, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারুল আক্তার মল্লিক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডালিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা