X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইন্দিরা রোডের জলাবদ্ধতা নিরসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ০৬:৩৭আপডেট : ২৩ মে ২০১৯, ১০:৩৩

ইন্দিরা রোডের জলাবদ্ধতা নিরসনে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ২৭ নম্বর ওয়ার্ডে ইন্দিরা রোড থেকে পশ্চিম রাজাবাজার রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের তরুণ রাজনৈতিক নেতারা। মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, ইন্দিরা রোড ও পশ্চিম রাজাবাজার এলাকায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানি রাস্তায় জমে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মসজিদগামী মুসল্লিসহ এলাকাবাসী। স্যুয়ারেজের ময়লা পানি উপচে বাসাবাড়ির রিজার্ভ ট্যাংকে প্রবেশ করায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে।

তারা আরও বলেন, ২৭ নম্বর ওয়ার্ড গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে স্কয়ার হাসপাতাল, রাজধানী স্কুল, তেজগাঁও কলেজ ছাত্রাবাস, বিকল্প ল কলেজ, পশ্চিম রাজাবাজার জামে মসজিদ ও তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদ অবস্থিত। এর আগে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তারা গণস্বাক্ষর গ্রহণ করেন। সেখানে ৩০০ জন স্বাক্ষর করেন। পরে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটির মেয়র, ঢাকা উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পরিবেশ অধিদফতর বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শারমিন আক্তার ময়না, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা ইসলাম বিনু, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারুল আক্তার মল্লিক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডালিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!