X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন ৫ বারেও জমা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৫:৫৪আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:৫৭

খালেদা জিয়া

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জানুয়ারি মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। খালেদা জিয়া বর্তমানে কারাগারে থাকায় ওই পরোয়ানা তামিল করা যায়নি। কিন্তু এ বিষয়ে গত চার মাসে পাঁচবার সময় নিয়েও আদালতে কোনও প্রতিবেদন জমা দেননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রবিবার (২৬ মে) এ মামলায় গ্রেফতারি তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমার দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন নি। তাই ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে আগামি ৩০ প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

এদিন মামলার বাদী এ বি সিদ্দিক আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে  আইনজীবী আবুল কালাম আজাদ সময় চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে গত ২০ জানুয়ারি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’ মামলার এজাহারে আরও  বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।

ওই ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এরপর গত বছরের ৩০ জুন এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে  মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে তিনি এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।২০ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের