X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদ-জামাতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২৩:২৬আপডেট : ২৬ মে ২০১৯, ২৩:৩১





ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্ন করতে জাতীয় ঈদগাহসহ দেশের বড় বড় ঈদগাহগুলোর নিরাপত্তার জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতেও নির্দেশ দেন তিনি। জঙ্গিরা যেন বাসা ভাড়া নিয়ে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন আইজিপি। রবিবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতর থেকে সকল মেট্রোপলিটন ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব নির্দেশনা দেন তিনি।

এ সময় মেট্রোপলিটন সদর দফতরগুলোতে উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রেঞ্জের অধীন জেলা পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ঈদগাহ ছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহসহ বিভাগ ও জেলার কেন্দ্রীয় ঈদ-জামাত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকানের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি। দেশব্যাপী মাদক, জাল টাকা, অবৈধ অস্ত্র উদ্ধার, মানবপাচার রোধে বিশেষ অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করার লক্ষ্যে মার্কেট ও শপিংমলে ভোররাত পর্যন্ত নিয়মিত পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি মার্কেট কমিটি যেন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বৃহৎ মার্কেট ও শপিংমলে সিসিটিভি, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও প্রয়োজনে আর্চওয়ে স্থাপনেরও পরামর্শ দেন।

সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সিসিটিভি স্থাপন, ট্রাক, পিকআপ ও পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহণ রোধ এবং সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে যানবাহন না থামানোর নির্দেশ দেন। টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজ ও ফিটনেস পরীক্ষা করতে হবে। বাসের ছাদে যাত্রী পরিবহণ করা যাবেনা। রেলপথে নাশকতা ও চলন্ত ট্রেনে পাথর মারা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহণ রোধ ও নৌপথে অন্য কোনও স্থান থেকে নৌকা দিয়ে যাত্রী ওঠানো বন্ধ করতে হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিদেশি কূটনৈতিক মিশন ও স্থাপনা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হবে। জাকাত দেওয়ার সময় যেন কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।

ভিডিও কনফারেন্সকালে অতিরিক্ত আইজিপিরা, সব মেট্রোপলিটন ও রেঞ্জের কমিশনাররা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!