X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘র‌্যাংকিং করেছে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মে ২০১৯, ২২:০৩আপডেট : ২৮ মে ২০১৯, ১৯:২৮

জুলফিকার রাসেল বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে শনিবার (২৫ মে) প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রসঙ্গে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বলেছেন,  ‘এই র‍্যাংকিংয়ের কাজ শুরু করার সময় আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করেছি। সেজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনও প্রতিনিধি রাখা হয়নি। শুধু এটা তৈরি করা হয়েছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন উদ্যোগে। বাকি কাজ পুরোটাই কিন্তু করেছে গবেষণা সংস্থা ওআরজি কোয়েস্ট। যেই গবেষণা প্রতিষ্ঠান কাজটি করছে তাদের মান সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে ভালো গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি তারা।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। সোমবার (২৭ মে) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এই র‍্যাংকিং নির্ধারণে গবেষণার নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এখানে প্রভাব খাটানোর ক্ষমতা কারও নেই। এমনকি প্রথম আলোর মতো বড় সংবাদমাধ্যমও ওআরজি কোয়েস্টের মাধ্যমে গবেষণার কাজ করে। ফলে আমি মনে করি, এর থেকে ভালো র‍্যাংকিং অন্য আর কেউ করতে পারতো কিনা সেটি ভাববার মতো।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক তানবীর আহমেদ চৌধুরী, গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়েছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৬ জুলাই ২০২৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছয় মাসে ২২২ জন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছয় মাসে ২২২ জন নিহত
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল