X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এসিআই লবণসহ ২ পণ্য মানোত্তীর্ণ, সংশোধনে মিলবে বাকিদেরও অনুমতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২১:৪৭আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫১





নিম্নমানের ৫২ খাদ্যপণ্যের কয়েকটি এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলস মানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পণ্য দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিটিউট (বিএসটিআই)। নিষিদ্ধের তালিকায় থাকা ৫২ খাদ্যপণ্যের কোম্পানিগুলো তাদের পণ্য সংশোধনের চেষ্টা করলে তাদেরও অনুমোদন দেওয়া হবে বলে মঙ্গলবার (২৮ মে) জানিয়েছেন বিএসটিআইয়ের পরিচালক এস এম ইশহাক আলী।
তিনি বলেন, ‘কোম্পানিগুলোর নির্দিষ্ট ব্যাচ ধরে আগে পরীক্ষা করে সমস্যা পাওয়া গিয়েছিল এবং বর্তমানে নিষেধাজ্ঞা জারির পর তারা পণ্য সংশোধন করে আবারও পরীক্ষার জন্য পাঠালে তা মান পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসিআই লবণের ওপর গতকাল সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ডুডল নুডুলসকে অনুমতি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার।’
বিএসটিআই পরিচালক বলেন, আরও কয়েকটি কোম্পানি তাদের পণ্যের মান যাচাইয়ের আবেদন করেছে। সেসব পণ্যের মানের ব্যাপারে শিগগির পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
উল্লেখ্য, বিএসটিআইয়ের পরীক্ষায় ধরা পড়া নিম্নমানের ৫২টি পণ্যের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং বাকি ৪৭টির স্থগিত রাখা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে এসব পণ্য বাজার থেকে তুলে নিতে সরকারি সংস্থা ও মালিকপক্ষ যৌথভাবে কাজ করে আসছিল। একই সঙ্গে মালিকপক্ষ পণ্যগুলোর যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছিল সেসব সংশোধনের প্রচেষ্টার কথা জানিয়ে বিএসটিআইয়ে আবেদন করেছিল।
গত ১২ মে বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমানের ৫২ ভোগ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেইসঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানিতে এ আদেশ দেন।

/ইউআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!