X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানের পরিচালক আতিক সোবহানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ০১:২৫আপডেট : ২৯ মে ২০১৯, ০১:৫৪

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাহক সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবহান তিন দেশে ১২ দিনের সফরে মঙ্গলবার (২৮ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ফ্লাইটে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধি হিসেবে গ্রাহক সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবহানের যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ভিভিআইপি ফ্লাইটের  এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রোসিডিউর) অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফ্লাইটে সফরসঙ্গী হন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক। তবে কোনও কারণে তিনি নিজে যেতে না পারলে তার মনোনীত প্রতিনিধিকে ভিভিআইপি ফ্লাইটে পাঠানো হয়। সাধারণত পরিচালক পদ মর্যাদার কর্মকর্তারা প্রতিনিধি মনোনীত হন।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাপানের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গ্রাহক সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবহানকে(আইডি নম্বর পি-৩১৭২৬)  নিজের প্রতিনিধি মনোনীত করেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হোসেন জামিল। তবে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা  বিমান কর্তৃপক্ষকে আতিক সোবহানকে ভিভিআইপি ফ্লাইটে না পাঠানোর  নির্দেশনা দেয়। নিরাপত্তাবাহিনীর  নির্দেশনার প্রেক্ষিতে  আতিক সোবহানকে বিমানবন্দর না আসার নির্দেশনা দেয় বিমান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিভিআইপি মুভমেন্টে আতিক সোবহানের প্রবেশের বিষয়ে আগেও আপত্তি ছিল গোয়েন্দা সংস্থাগুলোর। প্রধানমন্ত্রীর বিমানবন্দর ব্যবহারের সময় তাকে সে স্থানে অবস্থান না করতেও বিমান কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশের নিরাপত্তা ছাড়পত্র পেতেন না আতিক সোবহান।

প্রসঙ্গত, এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীকে লন্ডন থেকে ফিরিয়ে আনার ফ্লাইট থেকে ক্যাপ্টেন ফারহাত জামিলকে নিরাপত্তাজনিত কারণে প্রত্যাহার করা হয়েছিলো। প্রধানমন্ত্রীকে লন্ডন থেকে আনার জন্য যাওয়া বিমানের ফ্লাইটে উঠলেও তাকে অফলোড করা হয়।

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে বিমানের দায়িত্বশীল কোনও কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,  আজ (মঙ্গলবার) নিরাপত্তাজনিত কারণে আতিক সোবহানকে বিমানবন্দরে আসতে মানা করা হয়।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হোসেন জামিলকে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি প্রশ্ন লিখে মেসেজ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

/সিএ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!