X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গুলিস্তান ও মালিবাগে বোমা বিস্ফোরণে যোগসূত্র এখনও পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৯ মে ২০১৯, ১৭:৪৪

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলিস্তান ও মালিবাগে বোমা বিস্ফোরণের ঘটনার মধ্যে যোগসাজস রয়েছে কিনা তার সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আসেনি। তবে, আমরা এ বিষয়টা মাথায় রেখেছি, যেহেতু অল্প দিনের ব্যবধানে দুটো ঘটনা ঘটেছে, এরমধ্যে যোগসাজস আছে কিনা; তা তদন্তের মাধ্যমে জানা যাবে। তবে, প্রাথমিকভাবে আমরা সুস্পষ্ট কোনও প্রমাণ পাইনি।’

বুধবার (২৯ মে) গাবতলিতে ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুটো ঘটনাই আমাদের সিটিটিসির বোমা বিশেষজ্ঞরা তদন্ত করছেন। ঘটনাস্থল থেকে ককটেলের যে ভগ্নাংশ উদ্ধার করা হয়েছে, তা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। সাক্ষ্য প্রমাণ নেওয়া হচ্ছে। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করছে। কারা এটা করেছে, কী উদ্দেশ্যে করেছে, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করেছে, আল্টিমেটলি কি টার্গেট করা হয়েছিল; তা অচিরেই যথোপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই জানাতে পারবো।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রাথমিক দৃষ্টিতে মনে হয়, এটি ইমপ্রোভাইজড ককটেল। উন্নতমানের ককটেল। এখনও পর্যন্ত যেটা মনে হয়েছে, টার্গেট ছিল পুলিশ। কারণ, পুলিশ সন্ত্রাস, জঙ্গি, মাদক সব ধরনের অপতৎপরতা বন্ধে সাহসী ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পুলিশকে ভয় দেখানো, ডিমোরালাইজড করার অপচেষ্টা। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সন্ত্রাস বা জঙ্গিবাদের আড়ালে কোনও কুচক্রিমহল গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরির অপচেষ্ট করছে কিনা, তা আমাদের অফিসাররা তদন্ত করছেন।’

উল্লেখ্য, রবিবার (২৬ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মালিবাগের ফিলিং স্টেশনের বিপরীতে ফ্লাইওভারের নিচে রাখা পুলিশের বিশেষ শাখার একটি পিক-আপভ্যানে বোমা বিস্ফোরিত হয়। এতে রাশেদা আক্তার নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই), লাল মিয়া নামের এক রিকশাচালক ও শাহনাজ শারমিন নামের এক পথচারী আহত হন। বিস্ফোরণের ঘটনার পাঁচ ঘণ্টা পর এর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস। এ ঘটনায় বিস্ফোরিত হওয়া ওই গাড়ির চালক এসবির কনস্টেবল শফিক চৌধুরী বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে ২৯ এপ্রিল ঢাকার গুলিস্তানে ট্রাফিক বক্সের পাশে হাতে তৈরি বোমা বা আইইডি বিস্ফোরিত হয়। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হন।

 

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ