X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বসুন্ধরা সিটিতে ‘ভাগ্য পরিবর্তনের’ দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ২০:২২আপডেট : ৩০ মে ২০১৯, ২৩:৪৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি বসুন্ধরা সিটিতে কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর ভাগ্য পরিবর্তনের দোকানসহ ২০টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটিতে এ অভিযান চালানো হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন ও আফরোজা রহমান অভিযান পরিচালনা করেন। তাদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘‘ভাগ্য পরিবর্তনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এজন্য বসুন্ধরা সিটিতে লিটন দেওয়ান চিশতীর ‘শেষ দর্শন আজমেরী জেমস হাউস’’কে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও একটি ভাগ্য পরিবর্তনের দোকানকে জরিমানা করা হয়েছে। এসব দোকান বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে। পাথর বিক্রি করে, স্বামী-স্ত্রীর মিল-অমিল, চাকরি ব্যবস্থায় উন্নতির কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’’

ভাগ্য পরিবর্তনের বিজ্ঞাপন মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিবিবি কসমেটিক্স অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। তাই সেটি বন্ধ করা হয়েছে। এর আগেও এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল।’

বিবিবি কসমেটিক্স এর মালিক নাঈমা রহমান অরকা জানান, তাদের দোকানের অন্তত ৯৯ শতাংশ পণ্যে আমদানিকারকের স্টিকার আছে। কিছু ছোট পণ্যে স্টিকার যুক্ত করা ছিল না। সেগুলোতে স্টিার যুক্ত করা হচ্ছে।

 

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট