X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

যাত্রীরা না জানায় খালি পড়ে আছে বিআরটিসি’র রিজার্ভ বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ০৬:৫৯আপডেট : ০৪ জুন ২০১৯, ০৭:২০

 

বিআরটিসি’র খালি রিজার্ভ বাস এবারের ঈদে রাজধানীবাসী ও গাজীপুরের পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বাস রিজার্ভ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর বাস ডিপোগুলো ও গাজীপুরের চৌরাস্তায় এসব বাস রাখা হয়। কিন্তু কোনও প্রচারণা না থাকায়, সাধারণ যাত্রী ও পোশাক শ্রমিকদের অধিকাংশই এ সম্পর্কে কিছুই জানতেন না। ফলে ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে রওনা দিলেও এসব বাস খালি পড়ে থাকতে দেখা যায়।

বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু বলেন, ‘ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের পরিবহনের জন্য সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত রাখা হয়। এছাড়া রাজধানীর মিরপুর, জোয়ারসাহারা, মোহাম্মদপুর, মতিঝিল ও কল্যাণপুর বাস ডিপো এবং মহাখালী টার্মিনাল, চন্দ্রা মোড় ও নন্দনপার্কের সামনে আরও ২৯টি বাস রিজার্ভ রাখা হয়।’ যাত্রীদের চাহিদা অনুযায়ী, এসব বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সন্ধ্যায় বিআরটিএ’র খিলক্ষেতের জোয়ারশাহারা ডিপোতে গিয়ে দেখা গেছে, সেখানে অনেকগুলো বাস রয়েছে। দ্বিতল বাসের পাশাপাশি রয়েছে এসি বাসও। ডিপোর সামনের রাস্তায় বেশ কয়েকটি খালি বাস রয়েছে। সেখানে কর্মরত শ্রমিক ও চালকরা জানান, যাত্রী না থাকায় অনেকগুলো বাস গাজীপুর পাঠিয়ে দেওয়া হয়েছে।

খালি রিজার্ভ বাস এই কাউন্টারের সহকারী পরিজন কর্মকর্তা মো. আজহার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত এই কাউন্টার থেকে ৬৮টি ঈদ স্পেশাল বাস ছেড়ে গেছে। এর মধ্যে দ্বিতল ও এসি বাস রয়েছে।’ কাউন্টারটির রিজার্ভ বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখান থেকে কোনও যাত্রী উঠেনি। সে কারণে পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরে পাঁচটি বাস পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও বেশ কয়েকটি বাস রয়েছে। যার মধ্যে কয়েকটি মেরামতের প্রয়োজন।’

বিকালে কমলাপুরের মতিঝিল ডিপোতে গিয়ে দেখা গেছে, ডিপোটির ভেতরের খোলা মাঠে কয়েকটি বাস আছে। কাউন্টারটির দায়িত্বপ্রাপ্ত কেউ কথা বলতে রাজি না হলেও কয়েকজন চালক জানান, বসগুলো রিজার্ভ কিন্তু বিভিন্ন শ্রেণির যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্য গেছে। এখান থেকে গার্মেন্ট শ্রমিক হিসেবে কেউ ওঠেনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর অন্য কাউন্টারগুলোর অবস্থাও একই। সাধারণ যাত্রীরা এসব বাস সম্পর্কে কিছুই জানতেন না। সে কারণে অধিকাংশ বাসকে খালি পড়ে থাকতে দেখা গেছে। অথচ পরিবহনের অভাবে বাসের ছাদ ও মিনি ট্রাকে করেও যাত্রীদের গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে।

সন্ধ্যায় বিআরটিসির জোয়ারশাহার বাস ডিপোর পাশেই কুড়িল ফ্লাইওভারের নিচে কয়েকটি মিনি বাসে করে পোশাক শ্রমিকদের অনেককে বাড়ির উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। জানতে চাইলে আরিফুর রহমান নামে একজন যাত্রী বলেন, ‘কারখানা ছুটি হওয়ার পর ভালো কোনও বাস পাইনি। তাই মিনি বাস ভাড়া করেছি। আমার বাড়ি কুমিল্লা। তারা কুমিল্লা সদরে পৌঁছে দেবে। ৩৫০ টাকা করে ভাড়া ঠিক হয়েছে।’

তার কাছে বিআরটিসি’র রিজার্ভ বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো এসব জানি না। জানা থাকলেও তো ঝুঁকি নিয়ে মিনি বাসে উঠতাম না।’

 

 

 

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা